এক লোকের দুই বৌ। দুই সতীনে সারাদিন একজনের পিছে আরেকজন লেগে থাকে। একজন কিছু করতে গেলেই আরেকজন তুই এটা করলি ক্যা বলে মারে চুলে টান, আরেকজন মারলি ক্যান বলে জোরসে ধরে কান। এই হল অবস্হা। তো একদিন লোকটার সাধ করে আনা কাঁঠাল ফ্রিজ থেকে চুরি করে নিয়ে এক বৌ খাচ্ছিল। আরেক বৌ টের পেয়েই প্যাঁ প্যাঁ করে একেবারে স্বামীর কাছে গিয়ে নালিশ করে বসল। বাড়ির ঝি টা তখন গভীর ঘুমে। স্বামীরে ডেকে ছোট বউ বলে, দেখ দেখ বড় বৌ চুরি করে তোমার সব কাঁঠাল খাইসে। প্রমাণ হিসাবে এখনো হাতে আঠা লাইগা আসে। আর ঝি তো সাক্ষী আছেই। অমনি বড় বৌ চোখ মুখ ফুলাইয়া গোলাপি ঠোঁট নাড়িয়া বলে, আঠা লাগিয়া আছে বটে কিন্তু বিশ্বাস কর, আঠা কিংবা হাত কোনোটাই আমার নহে। প্রয়োজনে ঝি আমার হয়ে সাক্ষী দিবে। ঝি ঘুম থেকে চোখ কচলাইয়া আড়মোড়া ভাঙ্গিয়া হা করিয়া ফ্যালফ্যাল চাহিয়া রয়… !!!
জ্বি ম্যাডামেরা, আপনাদের দুই সতীনের কলহের মাঝে আমরা আমজনতাই হলাম গিয়ে বাড়ির ঝি। নিজেরা নিজেরা ঝগড়া করেন আর মাঝখানে আমাদেরকেই টাইনা একজন বলেন, জনগণ আমার দিকে। আরেকজন খেইপা বলেন, মোটেই না, জনগণ অবশ্যই আমার দিকে। আর আমরা ঝি বেচারি আছি মাইনকা চিপায়। ম্যাডাম, আপনারা যাই খুশি করেন, লাফান , ঝাঁপান, চিল্লান, সংসদে বইসা গাইল পাড়েন, সাক্ষী-সাবুদ প্রমাণপত্র, অর্থ প্রেম নিয়া হা-হুতাশ করেন; মাগার আল্লাহর দোহাই লাগে ১৬ কোটি জনতা লইয়া টাইনেন না।
শেষে কিন্তু কইলাম ঝি খেপলে বাড়ির কারোই রক্ষা নাই…. !!!
অংকনের সাতকাহন