আমি প্রথম ভাবলাম হয়ত কোনো সাংবাদিক। পরে দেখি একই কাজ কয়েক জনের ফাইলে ও করতাছে। আমি ভাল করে তাকিয়ে দেখলাম তারা শুধু ব্যাবস্থাপত্রের ছবি তুলছে। আমার সন্দেহ হলো। আমার কমদামি মোবাইল দিয়ে এই অল্প আলোতেই একটা ছবি তুল্লাম। উনারা আমার ইউনিটেও আসলো.. এসেই ঝটপট কয়েকটা ছবি তুল্ল। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি দেখে.. হয়ত বিব্রত হল। তারাতারি অন্যদিকে চলে গেলো। আমিও পেছন পেছন গেলাম। দেখি এক রোগিকে খুব ভাব ধরে বলছে.. "এই তোমাদের ফাইল দেখা হয়েছে"। রোগী হয়ত ভেবেছে ডাক্তার। খুব আগ্রহ সহকারে ফাইল এনে দেখালো। আমি একটু এগিয়ে গিয়ে বল্লাম.. " ভাই আপনারা কী করেন?" বেটে মতো লোকটা একটু কাছুমাছু করে বল্লেন" আমরা ওষুধ কোম্পানির লোক ভাই।" পাশের লোকটা আমার সাথে হেন্ডশেক করলো। তারা কোন কোম্পানিতে কাজ করে আমি জিজ্ঞেস করলাম। বেঁটেমতো লোকটা বল্লো ইনসেপ্টাতে। আমি বল্লাম আপনারা যে কাজ করছেন এটাতো ঠিক না। উনি বল্লেন ভাই কোম্পানি আমাকে ঢাকা থেকে পাঠিয়েছে। ছেলেপেলেরা ঠিক মতো কাজ করছে কি না দেখতে এলাম। আমাকে জিজ্ঞেস করলেন আমি কি করি। উনি আমার হাত ধরেই আছেন। যেনো খুব বিব্রত। অন্যজন একটু দূরে দাড়ানো। আমি বল্লাম আমি স্টুডেন্ট। তখন যেনো উনি হাফ ছেড়ে বাঁচলেন। আমি উনার নাম জিজ্ঞেস করলাম। উনি বল্লেন উনার নাম শফিক। সাথে সাথে আইডি কার্ড বের করলেন। আমি বল্লাম "আইডি কার্ডের একটা ছবি তুলি?" উনি মন্ত্রমুগ্ধের মতো কার্ড বাড়িয়ে দিলেন। উনি বল্লেন.." হ্যাঁ হ্যাঁ তুলেন। আমার ক্যামেরা দিয়েও তুলতে পারেন (!!)।"" ছবি তুল্লাম।
আমার রোগী একটা কারণে আমাকে ডাকলো। আমি চলে আসলাম। একটু পড়ে বের হয়ে তাদের কে আর খুঁজে পেলাম না। তারা ভোরের আলো ফুটার সাথে সাথেই চলে গেলো।
আর আমি ভাবলাম.. কোম্পানি বাজার ধরার অসুস্থ প্রতিযোগিতায় কর্মিদের চুরি করতেও পাঠালো!! তথ্য চুরি!!
যে ইন্টার্নি ডাক্তারগন এখানে ব্যবস্থাপত্র দেন... কোম্পানি হয়ত তাদের পূর্ণডাক্তার হওয়ার আগেই বিশাল উপহার পাঠাবে। একজন ডাক্তারকে অসৎ ইনকামের পথ চিনাবে। হয়ত এক সময় বাধ্য করবে অসৎ হতে।
হায় মুনাফা!!
হায় বাংলাদেশ!!