জীবিকার অণ্বেষণে মানুষ অনেক দুর্লঙ্ঘ বাধা অতিক্রম করে, জীবনের ঝুঁকি নেয়, গ্রাম ছেড়ে শহরে কিংবা দেশ ছেড়ে পরদেশেও পাড়ি জমায়, নীতি-নৈতিকতারও বিসর্জন দেয়।
প্রয়োজন কোনো বাধা মানে না বলেই ভবন ঝুঁকিপূর্ণ জেনেও রানা প্লাজায় পোশাক শ্রমিকেরা কাজে আসে। দু’মুঠো খাবার, পিপাসায় জল ও বেঁচে থাকার ন্যূনতম সামগ্রীর প্রাপ্যতার আশায় ঘর ছাড়ে, পরিবার-স্বজন ছেড়ে একাকি জীবন যাপন করে। আবাসস্থলের পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, দৈনন্দিন জীবন এমনকি আচরণেও পরিবর্তন আনতে বাধ্য হয়।
স্থান থেকে স্থানান্তরে, দেশ থেকে দেশান্তরে মানুষ কর্মসংস্থানের হাতছানিতে প্রলুব্ধ হয়ে যেভাবে যুগ থেকে যুগান্তরে ছুটে চলছে তাতে মনে হয় অনেকের কাছে জীবনের চেয়েও যেন শক্তিশালী হয়ে ওঠছে জীবিকা।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪১