মাঝে মাঝে ব্লগ পড়তে আইসা মাগনা কিছু বিনুদুন পাওন যায়। সেসব বিনুদনের উতস যে ছাগুরা এতে কুনু সন্দেহ নাইক্কা।

তাদের অধুনা বিনুদনে নতুন জিনিষ যোগ হইছে রবীন্দ্রনাথ যেহেতু মালাউন সুতরাং মুসলমান কাজী নজরুলের কুনু গানকে জাতীয় সংগীত করা হোক।


আর তাহাদের দোজাহানী পিতাদের রক্ষার্থে এগিয়ে আসা টার্কি আব্বুদের সাথে ন্যাটোর লটর পটরের 'চামড়ার বন্দুক-বাতাসের গুল্লি' যুক্তিও খুব সহসা পাওয়া যাইবেক।
আর আমারে নিয়া মহা ঝামেলায় থাকপে। নামের প্রথম অংশ ধইরা কইবো 'মালাউন' আর কোনোদিন যদি বিখ্যাত মানুষ হইয়া যাই তাইলে কইবো নামের লেঞ্জায় 'রহমান' থাকাতে তিনি ছিলেন নজরুল গোত্রীয় সাচ্চা মুসলমান।
সবি 'চামড়ার বন্দুক-বাতাসের গুল্লি'।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩