আমি জেনারেল হইলাম
আসেন , সবাই অভিনন্দন দিয়ে যান
ভালো কথা , আমার যে মহৎ(!!) শিল্পকর্মটার কারনে এতো বড় সম্মানে ভূষিত হইলাম তা আমার ব্লগস্পটে দিয়ে দিসি
##############################
লেটেস্ট আপডেট : সকাল ৯:৪৮ , ১৫ মার্চ , ২০০৯
অবশেষে আমাকে ছেপ মারা হইসে
নুশেরাপু আমারে একটা কথা বলসিলো "তাও শোকর কর যে জেনারেল করা হইসে , জেনারেল আর সেফের মধ্যে তেমন পার্থক্য নাই"।
আমার কাছে সেফ আর জেনারেল আসলেই কিছু যায় আসে না। আমি ব্লগে আসি ব্লগ পড়তে আর প্রিয় ব্লগারদের ব্লগে কমেন্ট করতে , তার জন্য জেনারেল পদবীটাই যথেস্ট।
আমি জানিনা , কথাগুলো অহংকার প্রকাশ করছে কিনা , যদি প্রকাশ করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। "আমি জেনারেল হইলাম" পোস্ট যদি ১০০০ বারের বেশী পঠিত হয় এবং ২০০ টার বেশী কমেন্ট পায় , তো সেই "জেনারেল" পদবী মডু-দালাল সেফদের চেয়ে অনেক স্বার্থক , অনেক বেশী শক্তিশালী।
**************************************************
অবশেষে ....................................
১. অরণ্যচারী ( সুদীপ্ত )
২. নুশেরাপু
৩. জয় ভাই ( ~স্বপ্নজয়~ )
৪. আখসানুল ভাই ( হাল্ক )
৫. প্রসূন ভাই ( সব্যসাচী প্রসূন )
৬. নাজমুল ভাই ( অক্ষর )
৭. মারকাবা
এর সাথে আমার ও এক সাথে বলতে ইচ্ছা করতাসে
সেফ হতে পেরে আমি লজ্জিত , আসলেই লজ্জিত।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮