একটু কষ্ট করে আগের পোস্টটা পড়ে আসলে ব্যাপারটা পরিস্কার হবে।
আমি একটা কথা সবার কাছে পরিস্কার করতে চাই যে আমি একবারের জন্য ও সামু ছেড়ে যাবার কথা বলিনি। একটা বিকল্প সাইটের কথা বলেছি। এমন একটা বিকল্প যেখানে
১. মডুদের ব্যাক্তিগত আক্রোশের কারনে কাউকে ব্যান করা হবে না।
২. ব্যান করা হলে ও অনির্দিষ্টকালের জন্য না।
৩. মডুদের কৃপায় একদল ব্লগার ব্যাক্তিগত আক্রমন / গালাগালি করে ও পার পাবে না।
৪. কোনো অবস্থাতেই কারো পোস্ট মুছে দেয়া হবে না ( কোনো অবস্থাতেই না )।
৫. এবং মডুদের অখাদ্য-কুখাদ্য পোস্টগুলো স্টিকি করে ব্লগারদের প্রথমপাতা নোংরা করা হবে না



সামু কর্তপক্ষ কি এই নিয়মগুলো মেনে নিবে ?? ইহ্ জিন্দেগীতে আদৌ কোনোদিন নেবে ?? যদি নিত ই তাহলে হয়তো এই পোস্টের প্রয়োজনই ছিল না।
অামরা অনেকেই নতুন সাইটের উপকারীতা-অপকারীতা নিয়ে আলোচনা-সমালোচনা করেছি । আমি এই ব্যাপারটা খুবই পসিটিভ ভাবে দেখছি এই কারনে যে , যে সমালোচনা করছে সে ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করছে এবং ভবিষ্যতে আমরা কি কি সমস্যার মুখোমুখি হতে পারি তা আমাদের অবগত করছে। আমি দুই পক্ষের কাছেই কৃতার্থ।
নতুন ব্লগের কাজ শুরু করার আগেই আমাদের নীতিমালা গুলো ঠিক করে ফেলতে হবে। এমন একটা নীতিমালা যেখানে মডারেটর নিজে ও ইচ্ছামত যেকোনো কিছু করতে পারবে না , ব্লগারদের ব্যান করা থেকে শুরু করে পোস্ট স্টিকি করা পর্যন্ত প্রতিটা কাজ সুস্পস্ট নিয়ম মেনে করতে হবে। এবং এই নীতিমালা গুলো আমাদেরকেই ঠিক করতে হবে।
এই পোস্টে কমেন্ট করার সময় আপনারাই নিয়মগুলো দিয়ে যান , লিখে যান আপনি আপনার স্বপ্নের ব্লগসাইটে কি কি চান। আলোচনা-সমালোচনা করুন নিজেদের মধ্যে। অন্য কারোর প্রস্তাবের সাথে সহমত-দ্বিমত পোষন করুন। আর একটা অনুরোধ ,
১. প্লিজ অতীতের তেঁতো অভিজ্ঞতার কথা তুলে এখানে নিজেদের মধ্যে লড়াই করবেন না।
২. অন্য কাউকে খোঁচা দিয়ে কোনো কমেন্ট করবেন না , আমরা খোঁচাখুঁচি করতে আসিনি।
৩."বিরোধীতা করার জন্য বিরোধীতা" এই মানসিকতা প্রকাশ করবেন না।
৪."অমুকে ২ দিন ধইরা আসছে , সে এই কথা বলল ক্যান , সে অমুক ব্লগারের সাপোর্ট নিলো ক্যান , সে প্রোফাইলে এই ছবি দিলো ক্যান " এই কথাগুলো তুলবেন না। এইখানে কেউই দুধের শিশু না।
************************************
ব্লগ সবার। আমার আগের পোস্টে কাবিল কৈতর নামের এক ব্লগার বেশ বাজে একটা কমেন্ট করে গেছেন , নতুন ব্লগ কিন্তু তার ও। আলোচনা-সমালোচনা করুন , কাবিল কৈতর ক্যাটাগরির কেউ থাকলে প্রয়োজনে গালাগাল দিয়ে যান কোনো সমস্যা নাই। আমরা সেটাকে ও ফিডব্যাক হিসেবে ধরে নিবো।
*************************************
আর হ্যা , সুন্দর একটা নাম ও দরকার। আমার সাহিত্যজ্ঞান যে কত সমৃদ্ধ তা অনেকে জানেন


সব্বাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮