জানুয়ারি ০৪,২০১১ রাত ৩.৪০,জার্মানি
...একবার এসে দেখ আমায়......এখন অনেক রাত...ভোর হতে যাচ্ছে......কাজ থেকে এসেছি অনেক খন হল, শরির টা দুরবল......ঘুমিয়ে যাওয়ার কথা......কিন্তু একদমি ঘুম আসছে না! গান শুনি ......সেই গান টা...
গান টায় এক টা কথা এরকম ......পরাজয় মেনে নিয়ে ...সবকিছু বলে দিয়ে চাইব আমার অধিকার......আমার খুব হেরে যেতে ইচ্ছে করছে এখন ......ফিরে যেতে ইচ্ছে করছে......তোমার কাছে......তুমি নিশ্চয়ই অনেক রাগ করবা প্রথমে কিন্তু আমি জানি এরপর তুমি ঠিকই আমাকে কাছে টেনে নিবা......নিবা না??
আমার বাবু...টা ...আমি মনে হয় ভেঙ্গে যাচ্ছি ......বদলে যাচ্ছি...আজ আমি আমার ম্যাকডনাল্ডের কার্ড হারিয়ে ফেলেছি... ভার্সিটির লাইব্রেরি কার্ড হারিয়ে ফেলেছি......আবারো হাতের একটা জায়গা পুরিয়ে ফেলেছি কাজ করতে গিয়ে...হাত থেকে পানি খাই যে গ্লাস টা সেটাও পরে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল...আমিও কি একসময় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাব???????????