অ্যামাজন রেইনফরেস্ট বা অ্যামাজন জঙ্গল এটা দক্ষিন আমেরিকায়, এর আয়তন সাত মিলিয়ন বর্গ কিলোমিটার (1.7 বিলিয়ন একর ), এই বন ব্রাজিলে ৬০%, ১৩% পেরু, বাকি অংশ কোলোম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বোলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্সে সামান্য পরিমাণ, আমরা ধরে নিতে পারি এই ৯টি দেশের ভোটের ফলে এর অবস্থান প্রথম হওয়ার কথা।
Halong Bay Quáng Ninh প্রদেশ,ভিয়েতনামে অবস্থিত, বিভিন্ন আকারের দ্বীপপুঞ্জ, 120 কিলোমিটার দীর্ঘ তটরেখা এবং প্রায় 1,553 বর্গাকার , সঙ্গে 1969 কিলোমিটার islets ।ভিয়েতনামের লোকসংখ্যা ৯০৫৪৯৩৯০(২০১১ জরিপ ১৩তম) কিন্তু ইন্টারনেট এবং মোবাইল ব্যাবহারকারি বাংলাদেশের তুলনায় অনেক কম এটা ৭ এর মাঝে আসা মেনে নেওয়া যায় না।
ইগাজু জলপ্রপাত, ইগাজু নদী থেকে উৎপত্তি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত, এটি ২৭০০ মিটার বা ২ মাইল বিস্তৃত এবং অর্ধ বৃত্তাকার আকৃতির। এটি পারানা,ব্রাজিল এবং Misiones, আর্জেন্টাইন দুই দেশের সিমান্তে অবস্থিত। ব্রাজিল এর লোকসংখ্যা ১৯২৩৭৬৪৯৬(২০১১ জরিপ,৫তম) এবং আর্জেন্টইনা ৪০১১৭০৯৬(২০১১ জরিপ,৩২তম) অতএব এই দুই দেশ মিলে ভোট দিলে এর অবস্থান ২ হওয়ার কথা।
Jejudo একটি মৃতআগ্নেয়গিরি দ্বীপ, কোরিয়া দক্ষিণ উপকূল থেকে 130 কিমি. এটি কোরিয়ার বৃহত্তম দ্বীপ এবং ক্ষুদ্রতম প্রদেশ, দ্বীপটি ১৮৪৬ sqkm , দক্ষিণ কোরিয়ার লোকসংখ্যা ৪৮৮৭৫০০০(২০১০,২৪তম),লোকসংখ্যা কম হলেও ১০০% ইন্টারনেট ব্যবহারকারী দেশ হওয়ায় না হয় ধরে নিলাম ৫ কোটি ভোট ই তারা পেয়েছে আর কিছু ভোট পেয়েছে উত্তর কোরিয়া থেকে, কিন্তু তাই বলে বাংলাদেশের চেয়ে বেশি?
ইন্দোনেশিয়া ন্যাশনাল পার্ক- তিনটি বৃহত্তর দ্বীপ komodo, Rinca এবং Padar এবং অনেক ছোট লেক এর সমন্বয়ে গঠিত, আয়তন 1,817 বর্গ কিলোমিটার, ইন্দোনেশিয়ার লোকসংখ্যা ২৩৭৪২৪৩৬৩(২০১১,৪ তম) লোকসংখ্যা বিবেচনা করলে এটি ৭ এর মাঝে আসলে আপত্তি নাই।
PP Underground River- Puerto Princesa এটি এক ভূগর্ভস্থ নদী ও পার্ক, পুয়ের্তো Princesa, Palawan, ফিলিপাইন শহরের ৫০ কিমি উত্তরে অবস্থিত, ফিলিপাইন এর লোকসংখ্যা ৯৪০১৩২০০(২০১০, ১২ তম) । 24 million ইন্টারনেট এবং ওয়ার্ল্ড এ ৪র্থ মোবাইল ব্যবহারকারী এই হিসাবে ৭ এর মধ্যে আসলে মেনে নিতে পারি।
টেবিল মাউন্টেন এটি দক্ষিণ আফ্রিকা্র আইকন, এখানে 1,470 পুষ্পশোভিত প্রজাতির রাজত্ব,. অনেক দুর্লভ এবং বিপন্ন প্রজাতি রয়েছে, এটি একমাত্র আফ্রিকা থেকে হওয়ায় ধরে নিচ্ছি আফ্রিকা মহাদেশের অনেক ভোট পেয়েছে
তাই বলে আমার দেশ বাংলাদেশের সুন্দরবন নেই মেনে নিতে পারছি না, যদি খুব ল্যজিকাল হই তবে সম্ভাব্য কারন গুলোঃ
১। যে সংগঠন এটি করেছে তাদের ডাটাবেজ বা সিস্টেম ঠিক নাই, এক্ষেত্রে যদি তারা সব ইনফরমেশন গুলা ,কোন -মেইল থেকে , কোন নাম্বার থেক্ ভোট পরেছে প্রকাশ করে তবে এর গ্রহনযোগ্যতা পাওয়া যাবে না হলে বুঝতে হবে ভন্ডামি ছাড়া কিছুই না।
২। বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারের সংখ্যা মাত্র ০.6% , যেখানে গ্রাম এলাকাতেও এর প্রচারনা দরকার ছিল কিন্তু সেটা সীমাবদ্ধ ছিল শহরে।
৩। ভারত থেকে ১% ভোট ও দেই নি কেউ.........।।
৪। মোবাইল থেকে যে ভোট গুলো কাস্ট হয়েছে তা দেশের সিমানা পেরিয়ে হয়ত ওদের সিস্টেম এ প্রবেশ করেনি, এক্ষেত্রে আমরা যে সব কোম্পানি এই সেবা দিয়েছে তাদের কাছে জবাব দিহি চাইতে পারি।
৫। এবং হতে পারি এটা একটা লোক দেখানো ভোটিং ছিল আসলে সব ছিল টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা।
যেটাই হোক আমরা অনেক পরে বুঝি অনেক কিছু, যেখানে অনেকে দেখলাম অনেক সমলোচনা করছেন এখন এই সংগঠনটির, তাহলে আগে তারা কোথায় ছিলেন?
আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ- কেউ সেটা বিশ্বাস করুক আর নাই করুক, মেনে নিক আর নাই নিক, আমার দেশ, আমার সুন্দরবন আমার কাছে সেরা, কোথাকার কোন জদুমদু সেটা বলুক আর নাই বলুক।……আমাদের যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে এটাকে ঘিরে সেটাকে কাজে লাগিয়ে আমরা দেশের অনেক ভাল কিছু করতে পারি, টাকা এভাবে নষ্ট না করে ১ টাকা করে তুলে এই সব স্থানের উন্নয়ন ও রক্ষনাবেক্ষন করতে পারি, তবে পলিটিসিয়ানদের দিলে হবে না, সব খেয়ে নিবে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৫