নেশাতুর নস্টালজিয়া খুঁজি মুখবইয়ের পাতায় পাতায়!
১।
আমার বাড়ি ফেরার পথ, সবুজ মাঠ,শানিত লাঙলে সবুজ সিম্ফনি,শরতের কাশফুল, জ্যৈষ্ঠের আম্রমুকূল-কাঁচাপাকা আম, আমার হাহাকার নদী, সদানন্দপুর ষ্টেশন .......যেন এক একটি দীর্ঘশ্বাস,......মনে আছে সদানন্দপুর ষ্টেশন থেকে আমার বাড়ি ২৫ মিনিটের পথ রিক্সা অথবা লোকাল বাসে করে যেতে হত, সারাপথ কিছু মনে হত না, কিন্তু ষ্টেশনে নামার পর মনে হত ভো... বাকিটুকু পড়ুন