বড় মাছগুলি ছোট মাছকে গিলে খায়, সাথে তাদের কান্না- লবণ শরবত হিসেবে।
বাইরে বৃষ্টি, তুমি আমি জানালায় কিশোরের রক্তে লাল,
আমরা বলি বাহ দারুনতো আজ লাল বৃষ্টি হচ্ছে।
মাটিতে তার মগজ, কুরিয়ে ভুনা করে নান দিয়ে খাই,
দিন অন্ধকারে ডুবে যায় রাত আর ভোর হয় না,
ভালবাসা ফুরায় তাই বলে কি এমন করে চেটেপুটে খাওয়া গামলার মত?
ক্রমেই অনিরাপদ হওয়া শহর ছাড়তে চাও তুমি আমিও ফিরে যাব কিনা ভাবি..................
এই জীবনতো শামুক অথবা ঝিনুকের মত দুঃখের খোলসে ভরা থাকে প্রতিনিয়ত,
জীবনের চাওয়া এক টুকরো খুধা-হীন আকাশ আর কিছু নয়।
কিন্তু খেতে দিলে না...কাজ দিলে না বানালে চোর,
খেতে দিলে না কাজ দিলে না অথচ কি উল্লাসে দিলে লাঠির-ইটের আঘাত,
আমাকে মেরে কি হয়েছে --আমি তো মুক্ত জীবনের ভয়ানক যুদ্ধ থেকে ,
তোমরা কি তোমাদের বিবেক-মনুষ্যত্বকে মেরে ফেলোনি?
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩৮