একটা দেশের দায়ীত্বশীল ব্যক্তি যারা থাকেন তাদের বক্তব্য কেমন হওয়া উচিত? মাটির্ন লুথার কিং এর “আমার একটি স্বপ্ন আছে” এটি বিশ্বের অন্যতম বিখ্যাত বক্তব্যগুলোর একটি। আর এটি বিখ্যাত হওয়ার কারন এটি জনগনকে যেমন ভাল কিছু করার প্রেরনা দিয়েছিল তেমনি এর শব্দ ও বাক্যের ব্যবহার ছিল অতুলনীয়। সুতরাং একটি বক্তব্য মানুষকে প্রেষিত করবে ভাল কিছু করার এবং সেটা অবশ্যই যথেষ্ট তথ্যবহুল হতে হবে।
কিন্তু আমাদের দেশের রাজনৈতীক ব্যক্তি যারা রয়েছেন তারা প্রায়ই দায়িত্বহীন কথা বলে কান্ডজ্ঞানহীনতার পরিচয় দেন।
আর আমাদের সংসদে যা হয় তাকে অকথ্য ভাষায় গালাগাল বা অশ্লীল জগড়া ছাড়া কিছুই বলা যায়না। এই হলো আমাদের নেতা-নেত্রীদের বক্তব্য দেয়ার যোগ্যতা। আসলে ভাল কথা বলার যোগ্যতাটা তৈরি হয় ভাল চিন্তা ও ভাল কাজ করার মানসিকতা থেকে। আমাদের দায়ীত্বশীল ব্যক্তিদের কবে সেই মানসিকতা আসবে সেটা না ভেবে বরং কষ্ট হচ্ছে এটা দেখে যে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে।
মাহাত্মা গান্ধী তাঁর “ভারত ছাড়” (আগষ্ট ৮, ১৯৪২) বক্তব্যে অহিংসা নীতির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন “আমি জানি অহিংসা এক্ষেত্রে কতটুকু অপ্রযোজ্য কিন্তু অহিংসা নীতির কোন চুড়ান্ত পরাজয় বা অসফলতা নেই”-তাঁর এ বক্তব্য ছিল ভারতের স্বাধীনতা বা বৃটিশ বিরুধী আন্দোলন সর্ম্পকে। তিনি এক জায়গায় বলেছিলেন আমাদের রাগ, তিক্ততা-জগড়া বৃটিশ জনগনের বিরুদ্ধে নয়, তাদের রাজত্ববাদের বিরুদ্ধে। হিংসার দ্বারা তাদের ক্ষমতা বিলুপ্ত হবেনা, এটা হবে যখন আমরা সত্যিকার ত্যাগ স্বীকারের মানসিকতা অর্জন করবো।
আমাদের দেশের সম্নানিত ব্যক্তিবর্গ প্রতিনিয়ত হিংসার বিষবাষ্প ছড়ান। বক্তব্যটা এমন হওয়া উচিত যাতে সেটা অপরের ভিতর হিংসা-বিদ্বেষ-বিবাদ না ছড়ায়।কিন্তূ আমরা সবক্ষেত্রে হিংসা-বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটাই, আর এর প্রভাব পরে সমাজের প্রতিটি স্তরে। কোন দেশের সঞ্চালকগন যদি এরকম জগড়া-সমালোচনায় লিপ্ত থাকেন তাহলে নতুন প্রজন্ম কি শিখবে? তারা যা শেখায় তাই শেখে, ফলে দেখা যায় ব্যক্তিবিশেষ, সবক্ষেত্রে হানহানি লেগেই আছে।
বিল ক্লিনটনের শাসনামল অর্থনৈতিক দিক থেকে আমেরিকার অন্যতম সফল সময় হিসাবে বিবেচনা করা হয়।তিনি তার বিদায়ী বক্তব্যে (জানুয়ারী ১৮, ২০০১) বলেছিলেন-একজন রাষ্ট্রপ্রধান হিসাবে যত কাজ আমি করেছি, যত সিদ্ধান্ত নিয়েছি, যতধরনের নির্বাহী উদ্যোগ, যত বিল উথ্থাপন ও স্বাক্ষর করেছি –সবকিছুতে চেষ্টা করেছি আমেরিকার জনগন যাতে তাদের স্বপ্নের ভবিষ্যত, সুন্দর সমাজ গড়তে পারে,যেখানে থাকবে শক্তিশালী অর্থনীতি,পরিচ্ছন্ন পরিবেশ, মূক্ত ও নিরাপদ সম্ভাবনাময় একটি পৃথিবী।
কেউ ভাল কাজ করলে জনগনই তা বলে,অথচ আমাদের দেশের সব সরকারই কতকত স্বপ্ন দেখায় আমরা বোকা-অসহায় জনগন সেই স্বপ্ন কথায় নতুন স্বপ্ন গড়ি,তারপর চর দখলের মত দেশটা দখল হয়ে যা্য়,চেটেপুটে খা্য়,অন্যদল ফোসফোস করে কখন সেই চর নামক দেশটাকে তারা দখল করবে,আবার দখল হয়, আবার খা্য়,আর আমরা অসহায় জনগন অশিষ্ট বক্তব্য গিলেগিলে বেঁচে থাকি।।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩২