ব্লগ দেখি 'নিরাপদ' পোস্টের জোয়ারে ভাইসা গেছে। কে কখন কি দিয়া নাস্তা করলো, কি দিয়া রাতের/দুপুরের ভাত খাইবো- এইসব আর কী! দেখতে খারাপ লাগতেছে না। প্রতিবাদের নতুন এক ঢং এইটা। সহব্লগার হাসিবরে আনব্যান করার জন্য কেউ কেউ দেখি নিকের সাথে ব্যানারও লাগাইছে, সেইটাও দেখতে মনোহার লাগতেছে।
এইসব 'নিরাপদ' পোস্টের ভিড়ে আমি একখান অ-নিরাপদ পোস্ট দিলাম। এইসব ব্লগীয় উত্তেজনা আমি সাধারণত এড়ায়া চলি। কিন্তু এইবার দুইটা কথা না বলেই পারলাম না!
কতৃপক্ষকে বলি, সা.ইন এখনো প্রতিষ্ঠান হয়ে ওঠেনি, হওয়ার প্রক্রিয়ায় মধ্যে আছে; সা.ইন এখনো গণমাধ্যম হয়ে ওঠেনি, হয়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা আছে। এই হয়ে-ওঠার প্রক্রিয়াধীন সময়ে যতবেশি সমালোচনা হবে, ততোই ভালো। নিজেদের ত্রুটিগুলো সংশোধন করে একটি উন্নততর প্রতিষ্ঠান নির্মাণ করা সহজ হবে। গণমাধ্যমের জন্য এই সমালোচনাটা আরো বেশি জরুরী। 'গণমাধ্যম' শব্দটার মধ্যেই জনগণের অংশগ্রহণ ও মতামতের একটা ব্যাপার আছে। সেই মত যে সবসময় প্রতিষ্ঠানের পক্ষে যাবে এমন কোনো কথা নেই। বিপক্ষে মত থাকবে এবং সেগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়াটাই বুদ্ধিমানের কাজ।
বাংলাদেশে 'সমালোচনা'কে দেখা হয় 'নিন্দা' হিসেবে। সমালোচক মানে যেন নিন্দুক। অথচ কেউ বুঝতে চায়না- শুধু অ্যাপ্রেশিয়েশন দিয়ে একটি নির্মিয়মান প্রতিষ্ঠানের চরিত্র নির্ধারণ করা যায় না, দরকার ক্রিটিক্যাল অ্যাপ্রেশিয়েশন। অর্থাৎ 'ক্রিটিক' টা লাগে। আপনাদের সমালোচনা যারা করে, তারা এই ব্লগকে ধারণ করে বলেই করে। অতএব তাদেরকে শত্রু ভাবার কোনো কারণ নেই।
অনুরোধ করি, এইসব ব্যান-ব্যান খেলা বন্ধ করেন। গলা চাইপা ধরলে কথা বন্ধ হয় বটে, কিন্তু যে গোঁ-গোঁ শব্দ আসে, সেইটা একসময় গর্জনের মতো শোনায়। কালকে সামী তার পোস্টে সেই প্রমাণ দিছেন। অতএব গলা চাইপা ধরা কোনো কাজে কথা না। সবাইরে মুক্তভাবে কথা বলতে দেন, সেইটা সবার জন্য শুভ ও কল্যাণকর হইবো।