
আমাদের জীবনে ভালবাসা এতভাবে আসে যে ভাবলে খুব অবাক লাগে। আর ভালবাসার মানুষটি যদি জীবন থেকে হারিয়ে যায় তবে একা একা জীবনের দীর্ঘ পথ কিভাবে কাটে আর এক জনের???? বেচে থাকাই যদি হয় একমাত্র নিয়তি, দিন কি কেটেই যায় এক সময়?? হয়তো যায়, হয়তো না।

Love Comes Softly(২০০৩) মুভিটার গল্প অনেকটা এরকম। সুখের আশায় নিজের চির পরিচিত জন্মভুমি ছেড়ে পশ্চিমের পথে যাত্রা করে Aaron আর Marty। মাসের পর মাস ওয়াগনে করে যাত্রা শেষে এক সময় তারা পৌছায় কাঙ্খিত পশ্চিমে। দুজন মিলে যখন নতুন করে সব শুরু করবে তখনি তাদের জীবনে নেমে আসে ঝড়। একজন হারিয়ে যায় চিরতরে। শুরু হয় আরেক জনের বেচে থাকার সংগ্রাম । সংগিকে হারানোর কষ্ট নিয়ে বেচে থাকা, পশ্চিমের তীব্র শীত আর তুষার ঝড়কে পরাজিত করার চেষ্টা আর অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে নিজের মত করে জীবনের মধুময়তাকে খুজে পাওয়া নিয়ে কখন যে মুভির সময় শেষ হয়ে যায় টেরই পাওয়া যায়না।

কিন্ত এরই মাঝে চোখ ভিজে আসে অনেক বার। বিশেষ করে ক্রিসমাসের রাতে আর মুভির শেষে কান্না আটকে রাখতে চেয়েও পারিনি। আই এমডিবিতে মুভিটির রেটিং 7.2 । ১৯ শতকের কাহিনি নিয়ে কানাডিয়ান লেখিকা জ্যানেট ওকের (Janette_Oke ) বুক সিরিজের ১ম বই Love Comes Softly এর এক অনন্য চিত্রায়ন এই মুভিটি।

দেখতে পারেন নিচের ইউটিউব লিন্ক থেকে। ভাল লাগবেই।
Love Comes Softly
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১২ রাত ২:১২