
এই রেল পথ ধরে হেঁটে গেছি
তুমি আমি বহু দিন
কত সকাল, বিকেল, রাত্রি পিছে পরে গেছে
এধারে তুমি ওধারে আমি
থেমেছি নিম গাছের ছায়ায়
শুনেছি প্রিয়হারা হলুদিয়া পাখির কান্না
দেখেছি মন ভাঙা একটি চড়ুই
মুখ থুবরে পড়ে থাকা মরা শালিক
উড়ে যাওয়া বেদনাহত সোনালি ডানার চিল
কত হাসি, দুঃখ, উচ্ছ্বাস পিছে পড়ে গেছে
হেঁটে গেছি তুমি আমি বহু দিন
এধারে তুমি ওধারে আমি
থেমেছি বটের লাল লাল ফলের মায়ায়
শুনেছি কৃষ্ণহারা রাধার আকুতি নিয়ে ভ্রমরের গান
মিষ্টি কুমড়োর আগুন লাগা হলুদিয়া ফুলে
উড়েছে প্রজাপতি পেপে লাউয়ের শাদা শাদা ফুলের মিছিলে
শিশির ছুঁয়ে যাওয়া বিষণ্ণ শাদা ধুতরো ফুলের কান্না
আমাদেরও কাঁদিয়েছে সেদিন
পড়ে গেছে কত মরে যাওয়া সোনালি ঘাষ পায়ের নিচে
ক্ষুধার্ত বালিকার শূন্য চাহনিতে
কত কথার ঝড় তুলেছে আমাদের হৃদয়ে
উর্দু হিন্দির মিশেলে বলে যাওয়া বিহারি বঁধুদের কলতানে
ছুঁয়ে যায় নি কখনো আমাদের নৈঃশব্দকে
হেঁটে গেছি তুমি আমি বহু দিন
হেঁটে হেঁটে পেরিয়ে এসেছি বিশাল বাংলা
পিছে পড়ে গেছে কত নদী, সবুজ, পাহার
নদীর ভাঙনে হৃদয়টা ভেঙে চুরে গেছে
কলসি কাঁখে বয়ে চলা কালো চোখের কালো মেয়ে
অথবা দুরন্ত কিশোরের উচ্ছ্বাস ভরা হাসি দেখে
আবার হেঁটে গেছি তুমি আমি বহু দিন
এধারে তুমি ওধারে আমি
আমাদের মাঝের ব্যবধান কখনো কমেনি
ছোট ছোট নুড়ি পাথর পেরিয়ে
বাড়িয়ে দেয়া হাতটা আমার ধরতে তুমি কখনো আসনি
হেঁটে গেছি তুমি আমি বহু দিন
এধারে তুমি ওধারে আমি
হেঁটে হেঁটে এভাবেই চলে এসেছি আমরা বঙ্গোপসাগরের সুনীলে
এপারে তুমি ওপারে আমি
বিষণ্ণ সকাল
নীল নীল জল
বাঁধ ভেঙে যাওয়া অঝোর বৃষ্টি
এপারে তুমি ওপারে আমি