রাত্রির শেষ প্রহরেই ছুটে গিয়েছিলাম-
মাইগ্রেনের ব্যাথা বুক পকেটে রেখে নির্জনতার কোলে।
বৈশাখী কাব্যের শব্দফুল কুড়াতে কুড়াতে-
বেমালুম ভুলে গিয়েছিলাম আমি নই রজনীকান্ত কিংবা
নই কোনো অভিনেতা স্থিত রুপালি পর্দার।
হিরো নয়! সৌহার্দ্যের ভঙ্গিতে মুচকি হেসে নতশিরে
পাড়ি দিতে হবে উন্মুক্ত বক্ষের দাবিতে সুদীর্ঘ মানব বন্ধন।
আঁধারের প্রহসনে ভুলে গিয়েছিলাম, এই কালবেলাতে
জেগে উঠে সুউচ্চ দালানে পালিত মাতাল কুকুরেরা।
গাম্ভীর্য পবনে আত্মভোলা হয়ে দৃষ্টি চলে যায়
নৈশব্দের মাঝে ভেসে আশা গুন্জনরেখার শেষ বিন্দুতে।
নবোঢ়ার ঘোমটার আড়ালে সম্মোহিত নয়নে দেখি
আভিজাত্য মোড়ানো ছারপোকাদের উনুন বিলাস।