তারুণ্য উত্থান
জ্বলন্ত সূর্যকে কটাক্ষ করে সশব্দে নেমে আসে,
অজস্র রাতের পুঞ্জীভূত আঁধার, পৃথিবী গুনে-
অকালে ঝরে পরে কত নব পল্লবের সংসার,
কত বাবা কাঁধে বয়ে বেড়ায় শেষ অবলম্বন।
কাঁচ টেবিলের উপর সজ্জিত শেষ মোমপুতুলটি-
প্রত্যুষ পূর্বেই আজ, নিঃশেষিত হোক সলতে দহনে। ... বাকিটুকু পড়ুন