দেখো আমি আঁটকে পরেছি পরম্পরীণ দিনের জালে
অনায়াসে বিভক্ত হয়ে যাচ্ছে দেহ থেকে মন।
তুখোড়তা পালিয়ে যাচ্ছে অজানা বনের পথে,
একাকিত্বের আসনে কাটাই স্নিগ্ধ বৈকালিক ক্ষণ।
শেষ বিকেলে আপন হয় একরাশ সজীব ক্লান্তি,
হাঁপিয়ে উঠেও ছুঁটে যাই বন্ধু ঘেরা প্রেমময় গলিতে।
সবার নষ্ট গল্পগুলো আমার ক্লান্তি আরো বাড়িয়ে দেয়,
ঠেলে দেয় নিজ ছায়ার হাঁত ধরে একাকী পথ চলিতে।
সপ্তাহের কোনো একদিনে নেই প্রাণ ভরে নিশ্বাস।
ধুলায়িত পথটিতে ছুঁটে যাই ব্যস্ততার বিরতিতে।
মৃদু বাতাসের আলিঙ্গনে সন্ধ্যা কাটাই সন্তর্পণে ,
কখনো চেয়ে থাকি মোহমায়া আসার পথটিতে।
চঞ্চলা গতিতে গত হয়ে যায় হৃষ্টচিত্তের দিন,
অসহ্য গন্তব্যে ছুটে যাই আবার ভোরের প্রভায়।
স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে আমার অপাদমস্তক,
দিন শেষে দেখি ধূসর পৃথিবী কর্মব্যস্ততার আভায়।