"ভালোবাসার এপিঠ ওপিঠ"
কাব্যহীন কোন মধ্যদুপুরে গনগনে সূর্যের প্রখরতায় বিদীর্ণ প্রায় মৃত্তিকা শুধুই আমার।
চাঁদহীন কোন রাতে নহ্মত্রের আলোয় বিধ্বস্ত জীবনের নাট্যশালায় আমার পুনরুত্থানের কষ্টটুকু ও শুধুই আমারই থাক।
আমার কাছেই থাক সেই পড়ন্ত বিকেলের স্মৃতি
থাক জমা এই বুকের পাজরে হৃদয়ের কাছে
গোপনে লুকোন তোমার চোখের কোনে বিন্দু বিন্দু অশ্রুকণা
বাস্তবের যান্ত্রিকতায় উৎসর্গ করা আমি আর আমার প্রেম
আমার কাছেই থাক।
তুমি রেখে দিও নাগরিক জীবনের ব্যস্ততা থেকে হারিয়ে যাওয়া কোন জ্যোৎস্না রাতের চাঁদটাকে।
ইচ্ছা করলে রেখে দিও
বুকের মাঝে লুকিয়ে রাখা একফালি আকাশ
কিছু টুকরো মেঘ
আর মৃদু মন্দ হাওয়া।
তবে মনে রেখো
সবটুকু ভালো তোমার জন্য
তোমার জন্যই মেঘলা আকাশে
বহু প্রতীহ্মিত সূর্যের হাসি
তোমার জন্যই মেঘ শূন্য আকাশে কৃষাণের চোখে বৃষ্টির অাকাঙ্হ্মা।
শুধুই তোমার জন্য।
খারাপ যতো মন্দ যতো
পুরনো জীর্ন সব অতীতস্মৃতি
একাকিত্ব অার একলা জাগা নির্ঘুম সব রাত্রি
আমার কাছেই থাক
শুধুই আমার কাছে।।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪