"জানতে চাওয়া কিছু মলিন ধূসর প্রশ্নরা"
অনেক গুলো বছর কেটে গেছে
সময়ের টানাপোড়েনে দিন মাস ঘন্টা সেকেন্ড গুলো থমকে গেছে অনেক আগেই।
দৃষ্টির সীমানায় আজ অদৃশ্যমান তুমি;
ঝাপসা হয়ে যাওয়া স্মৃতির তলানিতে তুমি আর তোমার আমি গুলি ঠাঁই খুঁজে নিয়েছি।
আজ এতো বছর পর
জানতে ইচ্ছে করে ---
দেওয়ালে মুখ থুবড়ে পরে থাকা সময়ের যন্ত্রটার দিকে আমার প্রতিহ্মায় কি আজও ফিরে তাকাও।
ঘরের ধূলিময় কোনায় ঝুলতে থাকা দিনপঞ্জিকাটা কি আমার ফিরে আসা দিনটির অপেহ্মায় আজও উল্টে দেখো।
এখনও কি আমার জন্য মধ্য রাতে সোডিয়ামের হোলদেটা আলোর সাথে পাল্লা দিয়ে রাত জাগো।
স্নিগ্ধ তুমি এখনো কি কোন কাকডাকা ভোরে ধোঁয়া ওঠা কফির মগে আমার জন্য উষ্ণতা ছড়াও।
খুব জানতে ইচ্ছে করে ---
আমার কবিতারা এখনও কি আলশেমিতে ভরা দুপুরে তোমার মনের জানালায় উঁকি দেয়।
পড়ন্ত বিকেলবেলায় আঁধ খোলা জানালা দিয়ে এখনও কি আমায় খুঁজে পেতে দৃষ্টি বাড়াও।
খুব জানতে ইচ্ছা করে
না জানা এই মলিন ধূসর প্রশ্নগুলো।।