এখনও বিষন্নতার প্রদীপ জ্বেলে ভালোবাসায় উষ্ণতা দিয়ে যাই।
যদি কোন উড়ন্ত গাঙচিলের ডানায় করে সময়ের বুকে অবলুপ্ত প্রেম ফিরে আসে একান্তে,
কোন নিরন্তর বর্ষায় কাকভেজা তুমি আশ্রয়ের খোঁজে কড়া নাড়ো এই বুকে,
যদি কোন চাঁদহীন আকাশে নহ্মত্রের মাঝে পথহারা তুমি আপন আলয় সন্ধানে পাশে পেতে চাও আমায়,
বাস্তবের কুঞ্চিত ভ্রু উপেহ্মা করে পুরনো হ্মত পাজরে লুকিয়ে আবেগের আতিশয্যে জড়িয়ে নেব তোমায়।
জমিয়ে রাখা পুন্জ্ঞিভূত প্রেমের হাহাকারগুলো রূপ নেবে আনন্দ মিছিলের,
তোমার ভালোবাসায় আত্মহারা হৃদয় নেতৃত্ব দেবে তার।
হতে পারে এই চিন্তাগুলো শুধুই বেখেয়ালী মনের অযাচিত কল্পনা।
তবুও এই প্রেমশূণ্য় বাস্তবতার চেয়ে ঐ অলীক অসত্য কাল্পনিক চিন্তাগুলো ঢের বেশী প্রিয়।
আমি শতসহস্র বছর নিদ্রীত থাকব এই কাল্পনিক চিন্তাগুলোকে ভালোবাসার শোকেসে সাজিয়ে রাখতে।
নিরাশার স্তুপের তলানীতে পড়ে থাকা প্রত্যাশার হ্মতবিহ্মত শরীরের মধ্যে ধুঁকতে থাকা হৃদপিন্ড আজও ভালোবাসাকে ধারণ করে আছে।
তোমার প্রতিহ্মায় তোমার উষ্ণ আলিঙ্গনের অপেক্ষায়।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬