"এমন কোন এক হ্মণে তুই শুধু আমার ছিলি"
এখন আর চিত্কার করে বলতে পারি না ভালোবাসার কথা।
কবিতার খাতায় আঁকাবুকিতে এখন আর জায়গা পাশ না তুই।
বন্ধুদের আড্ডায় ফিকে হয়ে যাওয়া মুহূর্তগুলোতে দমকা বাতাস হয়ে ছুঁয়ে দিস না আমায়।
অন্ধকার প্রায় কোনও সিঁড়িঘরে একান্তে ভালোলাগার কয়েক দন্ড সময় হারিয়ে গেছে অতীতের ঘরে।
মুঠোফোনে ম্য়াসেজের টোনটা আজ কদাচিত্ শোনা যায়,
শোনা যায়না তোর সেই ধমকের সুর,
শুনতে পাই শুধু একাকিত্বের হাহাকার।
বর্নহীন জীবন বাসের নিদারুন কষ্টের কাছে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে তোর স্মৃতি।
আজ অন্য় কাউকে সঙ্গে নিয়ে বিছানার তক্তোপোশে পার করছি রাতের একাকিত্ব,
জৈবিক হ্মুধার কাছে হেরে যাওয়া ভালোবাসা গুমরে কেঁদে ওঠে চারপায়ার নিচে গুমোট বাঁধা অন্ধকারের মাঝে।
শুধু বর্ষার কোন অবসর বিকেলে ভেজা টুনটুনি পাখিটা মনে করিয়ে দেয়-
এমন কোন এক হ্মণে তুই শুধু আমার ছিলি।