আজকে সন্ধ্যা ৬:২০ থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব। আর যখনই জনৈক পথচারী মিরপুর-১০ এ পৌছাইল ঠিক তখনই হুড়মুর করে বৃষ্টি নামল। মাঝখানে কিছু শিলাপাত ও হইল। কিন্তু জনৈক পথচারীর বাসায় যাওয়ার খুব তাড়া ছিল...
পথচারী: এই খালি যাইবা?
রিক্সাওয়ালা: না যামু না...
পথচারী: কেন? যাইবা না কেন?
রিক্সাওয়ালা: এই বৃষ্টিতে ভিজে রিক্সা চালামু না...
পথচারী: কেন, চালাইবা না কেন?
রিক্সাওয়ালা: এই নতুন বৃষ্টিতে ভিইজা রিক্সা চালাইলে জ্বর আইব, এখন ২০ টাকা বেশি পাইয়া রিক্সা চালাইয়া জ্বর উঠাইলে পরের তিন/চার দিন যে বসে থাকতে হবে....তখন খামু কি?
পথচারী: ঐ মিয়া আমি যে বৃষ্টিতে ভিজতাছি আমার কি জ্বর আইব না?
রিক্সাওয়ালা: আপনি তো বাসায় গিয়াই শুকনা জামা কাপড় পড়বেন? আমি শুকনা জামা কাপড় এখন কই পামু?
পথচারী: হুমমম...
রিক্সাওয়ালা: আর আপনের জ্বর আইলেই কি? তিন/চার দিন রেষ্ট নিবেন। খাওন তো আর বন্ধ হইব না।
পথচারী বলার মত আর কিছু খুজে পেল না। রিক্সাওয়ালা যুক্তির কাছে হার মেনে সামনের দিকে চলে গেল। পরে আর কোন রিক্সাওয়ালাকে না খুজে হেটে হেটে মিরপুর - ১০ থেকে গন্তব্য মিরপুর - ২ এর উদ্দেশ্যে রওনা দিল....