গত কাল বি.সি.এস পরীক্ষা ছিল, আমার কিছু বন্ধু পরীক্ষার্থী ছিল এবং সেই সুবাদে বি.সি.এস পরীক্ষার প্রশ্ন আগাগোড়া বেশ কয়েকবার আমাকে দেখতে হয়েছে। প্রশ্ন খুবই সহজ হয়েছে, কেউ দেখলে ভাববে যে সপ্তম শ্রেণীর স্পেশাল কোন বৃত্তি পরীক্ষার প্রশ্ন, তবে একটা চ্যালেঞ্ঝ ছিল যে মাত্র ৬০ মিনিটে ১০০ টা বৃত্ত ভরাট করা। যাই হোক, প্রশ্ন সহজ/কঠিন আমার কোন মাথা ব্যথা নাই। বি.সি.এস পরীক্ষার প্রশ্নে একটা প্রশ্নে একটা ছিল এমন:
নিচের কোনটি কম্পিউটারের স্হায়ী মেমোরী হিসাবে ব্যবহার করা হয়?
(১) ROM
(২) RAM
(৩) Hardware
(৪) Software
আমি যতদুর জানি যে কম্পিউটারের স্হায়ী মেমোরী হিসাবে Hard Disk ব্যবহার করা হয় যা একটি Hardware, কিন্তু RAM, ROM ও Hardware। বি.সি.এস সহায়িকা প্রায় সব কয়টি বইয়ে এর উত্তর দেয়া আছে ROM, আমি জানি যে ROM একটি Hardware যা CD/DVD নামক Optical মেমোরী Read করে এবং এর কোন Capacity নাই যে কোনকিছু Store করে রাখে।
বি.সি.এস পরীক্ষা শেষে সব পরীক্ষার্থীর ই এই প্রশ্ন নিয়ে সন্দেহ এবং সবাই এর উত্তর জানার জন্য এদিক ওদিক ছুটোছুটি করে নিশ্চিত যে সঠিক উত্তর ROM, এমন কি গ্রামীণ ফোনে এসএমএস করেও নাকি নাকি সঠিক উত্তর হিসাবে ROM পাওয়া গেলো।
কেউ কি আমাকে একটু বুঝায় বলবেন যে কি করে ROM স্হায়ী মেমোরী হল? আমি ৫ বছর কম্পিউটার সায়েন্স পড়ে ROM কে কখনো স্হায়ী মেমোরী হিসাবে পাইনি। বি.সি.এস সহায়িকার সম্পাদকরা/গ্রামীণ ফোন কি করে ROM কে স্হায়ী মেমোরী হিসাবে বলে? কেউ কি জানেন ROM কে স্হায়ী মেমোরী হিসাবে কিভাবে বলা যায়?