মনুষ্যত্ব
মনুষ্যত্ব আজ পদতলে,
সকলে নেমেছে নিষ্ঠুরতার প্রতিযোগিতায়,
হিংসা বিদ্বেষ আর হানাহানিতে,
প্রথম হতে চায় সবাই।
চারিদিকে ঘৃণার ছড়াছড়ি,
ভালবাসা আজ প্রায় বিলুপ্ত,
সবার বাসস্থান পৃথিবী হলেও,
কেউ কারো নয় এটি কঠিন সত্য।
অর্থ সমাজের চাবিকাঠি,
জীবন এখানে নগণ্য,
অর্থ আছে যার ভুরি ভুরি,
বাঁচার অধিকার শুধুই কি তার জন্য?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩