আজ কোনও এক নিউজ পোটালে দেখলাম ফেসবুক, গুগল, ইয়াহু, অ্যামাজন, ইউটিউবসহ ইন্টারনেটভিত্তিক সব প্লাটফর্ম থেকে অবিলম্বে ভ্যাট-ট্যাক্স আদায়ের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রাজস্ব ফাঁকির অভিযোগে এসব কোম্পানির বিরুদ্ধে গত ৯ এপ্রিল রিট দায়ের করেন হাইকোর্টের ছয় আইনজীবী। রিটকারী ৬ আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির, ব্যারিস্টার মোহাম্মদ কাউসার, অ্যাডভোকেট আবু জাফর মো. সালেহ, অ্যাডভোকেট অপূর্ব কুমার বিশ্বাস, ব্যারিস্টার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের।আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।হুমায়ন কবির পল্লব জানান এ আদেশের পাশাপাশি বিগত ১০ বছরে এসব কোম্পানি কি পরিমাণ অর্থ নিয়ে গেছে তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছেন আদালত। একই সঙ্গে পাশাপাশি ইন্টারনেটমাধ্যমগুলোর মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি এবং বিভিন্ন প্রকার লাইসেন্স বিক্রির ফিসহ যে কোনো লেনদেনের বিপরীতে যে পরিমাণ অর্থ পরিশোধ করা হয়, তার থেকে আদায়যোগ্য রাজস্ব সংগ্রহ করতে বলা হয়েছে।গত ৭ এপ্রিল গুগল, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য কোম্পানির রাজস্ব ফাঁকির বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবীরা। ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সরকার পদক্ষেপ না নিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন আবেদনকারীরা।সব মিলে যা বোঝা যাচ্ছে কিছুদিনের ভিতরে এমনও হতে পারে যে, সামহোয়্যার ইন ব্লগ সহ দেশের অন্যান্য সকল ব্লগ অ্যাডমিনদেরকেও বলা হবে ব্লগ চালাতে হলে ভ্যাট দিতে হবে না হলে ব্লগ বন্ধ করে দিন ।কি আর করার মারামারি পারাপারি আর কত তার চেয়ে বরং খাবার দেয়া বন্ধ করে দে দেখবি এমনেই মরে যাবে ।শেষের এই এক লাইনের কথার অর্থ এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমেকেত বন্ধ করতে হলে কৌশল প্রয়োজন আর ভ্যাটতা হল সে কৌশল ।যাতে করে কেউ কাউকে দোষারপ না করতে পারে ।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২