শীতের দিনতো পাওয়া যায়না এমনো হয় এইযে গরমের দিন আইসে এখনো অনেক এলাকাতেই সময় সময় গ্যাস পাওয়া যাবে না।
আর পাওয়া গেলেও তাতে এক কেটলি তরল জল বসাইলে তা গরম হইতে আনুমানিক ৭২ ঘন্টা লাগতে পারে ।তার পরেও আমাদের
সরকার এই চরম গ্যাস সংকটেও মাইলে পর মাইল গ্যাস লাইনের কাজ করে চলছেন। এত সংকেটের মাঝেও অনেক সাহস নিয়ে সরকার ৭ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে সঞ্চালন লাইন নির্মাণের কাজ চালিয়ে নিচ্ছেন অথচ এই সকল সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা কখনো সম্ভব হবে কিনা কিংবা আদৌ তা সম্ভব হবে কিনা তা জ্বালানি মন্ত্রণায়ও সঠিক ভাবে জানেন না। তারপরও কোটি কোটি টাকা
খরচ করা হচ্ছে এই সকল গ্যাস সঞ্চালনে নতুন লাইন নির্মাণ কাজে।এইযে প্রায় ৭ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ কাজ করছেন পেট্রোবাংলা,এই সকল লাইনে গ্যাস কবে কখন কোথায় থেকে ডুকবে সেটা কে জানে ?
অন্যদিকে বিদুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম তিনিও স্বীকার করেছেন যে হ্যা আমাদের গ্যাসের কিছুটা সংকট আছে,আর সেজন্য নতুন নতুন গ্যাসক্ষেত্রও আবিষ্কার করা হচ্ছে। তাছাড়াও এলএনজিও আমদানি করা হচ্ছে,ফলে এখন গ্যাস সংকট কেটে যাবে। আর যাতে তখন সঞ্চালন লাইনের অভাবে গ্যাস সরবরাহ করতে কোন সমস্যা না হয়, সেজন্যই
এখনি পাইপলাইন সম্প্রসারণের কাজ আমরা চালিয়ে নিচ্ছি। তবে অন্য সূত্র থেকে জানা যায় আমাদের দেশে বর্তমানে দিনে কমপক্ষে সাড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আর এরই বিপরীতে পেট্রোবাংলা স্থানীয় গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন দুই হাজার সাতশ ৫০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছেন। আর সে জন্যই ২০০৯ সালে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ এবং সার কারখানা বাদে অন্য সব খাতে নতুন গ্যাস সংযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন মাননীয় সরকার। পরে বিভিন্ন সময় সীমিত পর্যায়ে সংযোগ দেওয়া হলেও আবাসিকে পাইপলাইনের গ্যাস ব্যবহার নিরুৎসাহিত করা হয়ে আসছে বিভিন্ন সময় থেকে বিভিন্ন ভাবে। তবে ভবিষ্যতে গ্যাস প্রাপ্তির সম্ভাবনাকে হিসাবে রেখেই সারা দেশে চলছে গ্যাস পাইপলাইন সম্প্রসারণের বেশকিছু প্রকল্প। যদিও সম্ভাবনা অনুযায়ী গ্যাসক্ষেত্র না মিললে এসব সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের কোনো নিশ্চয়তা নেই।কিন্তু কেন কোনো নিশ্চয়তা ছাড়াই ৭ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের কাজ চালিয়ে নিচ্ছেন পেট্রোবাংলা ?
ছবি গুগোল থেকে সংগ্রহ ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯