সামুর তালার চাবি হারিয়ে গেছিল তা আবার ফিরে পাওয়া গেছে
আবারো দীর্ঘ সময়ের প্রতিক্ষার পালা কেঁটে গেল ! আর সেই প্রতিক্ষার শেষ সময় পৌঁছে
আমরা যে ফলাফল পেলাম তাতে দেখলাম সামু আমাদের সাথে ফাকিবাজী করেছে ।
থুক্কু সামু না সামুর সার্ভার আমাদের সাথে ফাকিবাজী খেলছে। আর সেই ফাকিবাজীটা হল
আইজকাল সামুর সার্ভার আমাদের না জানাইয়া না কইইয়া হঠাৎ হঠাৎ কোথায় যেন চলে
যায়। তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এইটুকো ছিল সামু ওপেন হওয়ার আগে আমার
ভাবনা আর সামু ওপেন হওয়ার পর এইবার যা বুঝতে পারলাম আসলে মাঝে মাঝে আমাদের সামুর
তালার যে চাবিটা আছে,সেইটা হারাইয়া যায় আর সেজন্যই সামুর তালা মাঝে মধ্যে দীর্ঘ সময়
আটকা পড় যায় ।সেই চাবি আবার খুজে বের করে তালার লক খুলতে হয় । এখন আমার কাছে
মনে হচ্ছে সামুর তালার সেই চাবিটার পহরীকে আরো ভালোভাবে চাবির ভার গ্রহণ করতে হবে।
কেননা এখন মানুষের কাছে জীবনের চেয়েও সময়ের মূল্য বেশি। তাই এই ভাবে হুটহাট বার বার
চাবি হারাইয়া গেলে যে সময় নষ্ট হয় ও চাবি খুঁজার জন্য যে অর্থ ব্যায় হয় তা দিয়ে সামুর অনেক
উন্নয়ন করা সম্ভব ।তাই সামুকে তার চাবি সামলে রাখতে আরো ভালো দক্ষতা অর্জন করতে হবে।
যাই হোক চাবি পাওয়ার জন্য,চাবির ভার বহণকারীকে অনেক ধন্যবাদ এবং সুপ্রভাত।
আসলে সবটুকোই মনের ভাবনা নয়ত ফান কথা তাই বিচলিত হবারও কোন কারন নেই
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৪