আজ কয়েকদিন থেকেই ব্লগে লক্ষ করছি এক ব্লগার আরেক ব্লগারকে নিয়ে ভিবিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন ।
অবশ্য তাতে আমার এবং অন্য সকল ব্লগারের সমস্যা হওয়ার কথা না । কেননা একটি ব্লগ মানে মনের যত
ইচ্ছা তা প্রকাশের জায়গা । সোজা কথা ব্লগ হলো মুক্ত মত প্রকাশের ফ্যালাটফরম ।
কিন্তু ই-দানিং কিছু ব্লগার নামের অব্লগার ব্লগে ডুকে ব্লগের পরিবেশ নষ্ট করে তুলছে ।এদের বিষয়ে ব্লগ কতিপক্ষের
এখনি ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করি।
যে সকল ব্লগারেরা ব্লগের পরিবেশ নষ্ট করছে তাদের বলছি,ভাই একটি ব্লগ কারো ব্যক্তিগত একার সম্পদ না,দেখুন একটি ব্লগে যেখানে
আপনি আমি আমরা সকলে মিলে এক সাথে কাজ করছি,কও গল্প লেখছি,কেও কবিতা কেও রাজনীতি লেখছি,সবার কাছে হয়ত সব
লেখা ভালো নাও লাগতে পারে,আর যে সকল লেখা ভালো লাগবে না সেগুলো না পড়লেই হয়,অহেটুক একটি পোস্ট ভালো লাগল না বলে
পোস্ট পড়ার অজুহাতে সেই পোস্টে যেয়ে অহেটুক নোংড়া নোংড়া কমেন্টের কোন প্রয়োজন নেই ।আমি আবারো বলছি প্লীজ আপনাকো
আল্লাহুর দোহাই লাগে ব্লগটিকে শুধু কৃতপক্ষের একা সম্পদ না ভেবে আমাদের সকলের সম্পদ ভাবুন । ব্লগটিকে একবার আপনার স্নেহমহি
ভাই বা বোনের মত ভাবুন । ব্লগটিকে একবার আপনার পরিবার ভাবুন ।ব্লটিকে আপনার সব থেকে কাছের আপন বন্ধু ভাবুন ।তহলে দেখবেন এখানে আপনার আর খারাপ কমেন্ট করতে মন চাইবো না ।কমেন্টে খারাপ ছবি পোস্ট করতে মন চাইবো না ।
দেখুন এই ব্লগটি আপনার আদরের ছোট ভাই অথবা ছোট বোনও পড়তে পারে ।আবার আপনার কোন সুভাকাঙ্খিও পড়তে পারে,
তাই আবারো বলছি ব্লটিকে আপনাদের পরিবার ভাবুন আর দয়া করে ব্লগের ভালো পরিবেশ বজায় রাখুন ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪০