বন্ধুর বিয়েতে গিয়েছিলাম নারায়ণগঞ্জ। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর সেলফির ফাঁকে ফাঁকে টুকটাক প্রাকৃতিক ছবিও তোলা হয়েছে। সেখান থেকে বাছাইকৃত কিছু ছবি নিয়ে এই ব্লগ।
১) যাও পাখি বলো হাওয়া ছলছল,
আবছায়া জানালার কাঁচ
২) বেগুনী রঙের প্রতি আমার অন্যরকম দুর্বলতা আছে, তা সে পোশাক হোক কিংবা ফুল
৩) দীঘির জলে কার ছায়া গো....
৪) বাস থেকে নেমে মুক্তিযোদ্ধাদের এই সৃতিস্তম্ভ চোখে পড়লো। শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকাও উল্লেখ আছে এতে।
৫) আধো আলো ছায়াতে
৬) আধো আলো ছায়াতে (২য় পত্র)
৭) একাকী বালক ( সিঙ্গেল বালকটি কিন্তু মিঙ্গেল হবার অপেক্ষায় আছে)
৮) শুন্যতা
৯) শুভ্রতার পবিত্রতায়
১০) শুভ্রতার পবিত্রতায় (২য় পত্র)
১১) আশা
১২) বন্ধুত্ব
১৩) দোল দোল দুলুনি
১৪) এই ভদ্র লোকটি প্রথমে একটু পার্টে ছিলেন। তারপর এক জায়গা থেকে কচি প্যাপিরাস গাছ এনে তার মুখের সামনে ধরতেই সেটা কুটকুট করে খেতে শুরু করলেন। খাঁচার ভেতরে হলেও আমার সাথে তার ভালোই বন্ধুত্ব হল। যাই হোক, এই ছবিটা ব্লগার গেম চেঞ্জার ওরফে গেমু ভাইয়ুকে উৎসর্গ করলাম। এমনিতেও উনার খরগোশ আর বিড়ালকে এত্তগুলা ভালো লাগে।
বিঃ দ্রঃ পোস্টের ফুলগুলো সেই ছেলেবেলা থেকে দেখে আসছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একটারও নাম জানি না। কেউ জেনে থাকলে কমেন্টে জানাতে কার্পণ্য করবেন না কিন্তু।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫১