- লাভ ইউ
- হি হি হি । লাভ ইউ টু
দুই বন্ধু এভাবেই মজার ছলে প্রায়ই কথাটা বলে। আসলে ভালবাসার অনুভূতি দুজনেরই ছিল। পাছে বন্ধুত্ব যেন নষ্ট না হয় তাই ভালবাসা আর পূর্ণতা পায়না কখনোই।
২) অব্যক্ত
- দোস্ত, শোন !
- হ্যাঁ, বল !
- না থাক, কিছু না।
এভাবেই ভালবাসার কথাটা অব্যক্ত রয়ে যায়।
৩) কান্না
আকাশ আজ কাঁদছে । কাঁদছে ছেলেটাও ।
শুধু পার্থক্য...
আকাশের ক্রন্দন শব্দ সবাই শুনছে কিন্তু ছেলেটির কান্না কারো চোখে পড়ছে না।
৪) অবোধ্য
ছেলেটি মজার ছলে বলেছিল, ' লাভ ইউ।'
কোনদিন জানতেও পারলো না যাকে কথাটা বলল সে আসলেই ছেলেটিকে অনেক ভালবেসে ফেলেছিল।
৫) Touch
We both were crossing the road. I was little bit scared to cross it. I hold your hand and cross the road with you. I touched your hand for the first time and on that time your touch touches my mind. I looked at you and I fall in love with you.
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ রাত ১২:১২