শিশুরা দেশ ও জাতির ভবিষ্যত।
আমাদের উচিত; শিশুদের সাথে সুন্দর ব্যবহার করা।
আমরা যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করি,
তবে তারাও আমাদের সাথে সুন্দর ব্যবহার করা শিখবে।
তাদের সাথে সুন্দর ভাবে কথা বললে,
তারাও আমাদের সাথে সুন্দর ভাবে কথা বলা শিখবে।
তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে,
তাহলে তারাও আমাদের কথা মন দিয়ে শুনবে।
তাদের সমস্যার সুন্দর সমাধান দেয়ার চেষ্টা করতে হবে,
তাহলে তারাও একদিন আমাদের সমস্যা সমাধানে গুরুত্ব দিবে।
শিশুদের সুন্দর ভাবে গড়ে তোলার দায়িত্ব বড়দের।
শিশুরা চিরদিন নিস্পাপ।
চলুন; আমরাও শিশুদের মতো নিস্পাপ হতে চেষ্টা করি।
ধন্যবাদান্তে: হাকীম আল-মীযান।
২৫/০৪/২০১৬