শুদ্ধ বানান কৌশল-২
'
৬. পদের শেষে ‘-জীবী’ দুটো ঈ-কার যোগ করতে হয় যেমন— শ্রমজীবী, চাকরিজীবী,আইনজীবী,পেশাজীবী, কৃষিজীবী, ইত্যাদি।
::
৭. পদের শেষে ‘-বলি’ (আবলি) ই-কার যোগ করে শব্দ গঠন করতে হয়। যেমন—নিয়মাবলি,কার্যাবলি, শর্তাবলি, ব্যাখ্যাবলি,তথ্যাবলি ইত্যাদি।অনেকেই শেষে "ী"কার বসান যেটা ভুল।
::
৮. ‘পূর্ণ’ এবং ‘পুন’ (পুনঃ/পুন+রেফ/পুনরায়) এর সঠিক ব্যবহারে অনেকেই ভুল করে থাকি।একটু খেয়াল রাখলে ভুল হবার হার অনেকাংশে কমে যাবে। ‘পূর্ণ’ (ইংরেজিতে Full/Complete অর্থে)যার অর্থ শেষ হয়ে যাওয়া বুঝায় যেখানে আর কোন কিছু অবশিষ্ট থাকেনা এমন শব্দ গঠনের সময় পূর্ণ শব্দ যোগে বানান লিখতে হয় পূর্ন নয়। শব্দটিতে ঊ-কার এবং র্ণ যোগে ব্যবহার হবে। যেমন—পূর্ণপক্ব, পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি।
আবার ‘পুন’ (পুনঃ/পুন+রেফ/পুনরায়— ইংরেজিতে Re- অর্থে)যদি পুনরায় কোন কিছু করার প্রয়োজন বা দরকার হয় তাহলে পুন যোগে শব্দ গঠিত করতে হয়।এমন শব্দটিতে উ-কার হবে এবং অন্য শব্দটির সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে। যেমন— পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপুন, পুনর্জীবিত, পুনর্নিয়োগ, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনর্লাভ, পুনর্মুদ্রিত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্বাসন ইত্যাদি।
::
৯.আমরা অনেকেই একটা কমন বানান ভুল করে থাকি।দ্বিধাদ্বন্দ্বে থাকি ঠিক গ্রস্থ হবে নাকি গ্রস্ত হবে।
এখানে জেনে রাখুন কোন পদের শেষে’-গ্রস্থ’ নয় ‘-গ্রস্ত’ হবে। যেমন— বাধাগ্রস্ত/বাঁধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি।
::
১০. অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে ই-কার হবে কখনো ঈ কার বসাবেন না।কারণ ঈ কার যোগে বানান ভুল। যেমন— পুষ্পাঞ্জলি,জলাঞ্জলি, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি।
::
১১.আমরা অনেকেই জেনেও হরহামেশাই ভুল করে থাকি বিদেশি শব্দে কখনই ণ, ছ, ষ ব্যবহার হবে না। যেমন— হর্ন, কর্নার, স'মিল, স্টারলাইট, আস্সালামু আলাইকুম, ইনসান, বাসস্ট্যান্ড ইত্যাদি।
'
'
'
চলেবে----<
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫