কতিপয় বিপথ গামী কুলাঙ্গার জুনিয়র সামরিক অফিসার কতৃক ক্রু সংগঠিত হবার পর যদি সেটা ব্যর্থ হত আর তাজউদ্দীন , সৈয়দ নজরুল , কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী বা বঙ্গবন্ধুর প্রতি অনুগত কেউ ক্ষমতায় আসত , আর ঢাকায় জানাজা হত তাহলে কল্পনা করুন বঙ্গবন্ধুর জানাজায় কত লোক সমাগত হত ?
পক্ষান্তরে জিয়াউর রহমান মারা যাবার পর তার অনুগত সাত্তার যদি ক্ষমতায় না আসত মঞ্জুরই টিকে যেত তাহলে জিয়ার লাশ ঢাকায় আসত না , (দুর্জনেরা বলে আদৌ সেটা জিয়ার লাশ ছিল কিনা?) আর লাখো লো্কের প্রশ্নই আসে না । বঙ্গবন্ধুর জানাজায় পাঁচ সাতজন লোক হয়েছিল বা ৫৭০ সাবান দিয়ে গোসল দিয়েছিল কিন্তু এটা তো ঠিক বঙ্গবন্ধুকে প্রথামাফিক দাফন করা হয়েছিল । জিয়াউর রহমানকে পটিয়ায় স্রেফ পুতিয়ে ফেলা হয়েছিল ।
হেলিকপ্টারে করে লাশ নিয়ে বন্দুক উচিয়ে আধ ঘণ্টার মধ্যে গোসল জানাজা ছাড়া দাফন করতে বলা হয়েছিল । কিন্তু স্থানীয় ইমাম দৃরতার সাথে সেটা প্রত্যাখান করায় প্রথা মাফিক বঙ্গবন্ধুর দাফন করা হয়েছিল ।
গুয়াজমের জানাজায় প্রচুর লোক হয়েছে ।ছেলেদের দেশে আসার বাহানায় তার জানাজা দুই দিন বিলম্বিত করা হয় । আর জামাতের মত কমান্ড নির্ভর দলের জন্য সারা বাংলাদেশের লোক দুই দিনে ঢাকায় জড়ো করা খুবই সম্ভব, আর তাছাড়া জামাতী কর্পোরেট বিজনেসের উচ্ছিস্ট ভোগী ছানাপোনারা তো ছিলই । গোলামের জানাজায় কোন সাধারন লোক অংশ গ্রহণ করেছিল কি ?
বঙ্গবন্ধুর মত প্রতিকুল অবস্থা না হোক সরকার যদি বৈরী আচরণ করত তাহলে গোলামের জানাজায় কত লোক হত ?