প্রথম আলোর অন লাইন সংস্করণে একটি খবর পড়লাম “এবার কাদের মোল্লার পক্ষে ইমরানের সাফাই” । যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে এবার সাফাই গাইলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আজ মঙ্গলবার জানায়, গতকাল সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে ইমরান খান দাবি করেন, ‘কাদের মোল্লা নির্দোষ। যে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেগুলোও “ভুয়া”।’
এই পর্যন্ত (1237 P.M. ) সংবাদটিতে ১৯০ টি মন্তব্য এসেছে আর সব গুলি মন্তব্যতেই ইমরান খান এবং পাকিস্তানের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পেয়েছে । আর মন্তব্য গুলির পক্ষে প্রচুর লাইক পড়লেও অত্যন্ত পরিতাপের বিষয় কিছু ডিসলাইক পড়েছে ।
কাদের মোল্লা ছিল পাকিস্তানের Most obedient servent বা পাচাটা কুকুর আর কুকুরের প্রতি মনিবের সহানুভূতি থাকাটা অস্বাভাবিক কিছু নয় । কিন্তু পরিতাপের বিষয় এই ডিস লাইক প্রদানকারীরা । আমরা সহজেই বুঝতে পারি এরা হল ৭১ এর রাজাকার এবং তাদের পোষ্যপুত্ররা ।
কিন্তু তার চাইতেও পরিতাপের বিষয় বি এন পি যখন কাদের মোল্লার ফাঁসিতে কোন প্রকার প্রতিক্রিয়া জানায় না । সারা দেশ যখন কাদের মোল্লার ফাঁসিতে আনন্দ উল্লাসে উদ্বেলিত তখন বিএনপি মুখে কুলুপ এটে থাকে ।
৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভূলুণ্ঠিত হয় যখন খালেদা জিয়া সিলেটের জনসভায় নাম ধরে গুয়াজম নিজামীর মুক্তি চায় । ঐতিহাসিক সোহরাওয়ারদি উদ্যানে, যেখানে ৯০ লক্ষ পাকিস্তানি সৈন্যের আত্মসমপর্ণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়, কিছুদিন আগেও খালেদা জিয়া যুদ্বাঅপরাধীদের সেখানে রাজনৈতিক বন্দী বলে ঘোষণা করেন এবং আরও ঘোষণা দেন যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের তিনি মুক্ত করে দিবেন ।
আমরা ইমরান খানের বক্তব্যে তীব্র নিন্দা ও উষ্মা প্রকাশ করে কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে নানা প্রস্তাব দেই । কেউ কেউ প্রস্তাব রেখেছেন পাকিস্তানের এয়াম্বেসডের কে ডেকে এনে কৈফিয়ত তলব , কিংবা তাকে বহিষ্কার করা ইত্যাদি ।
কিন্তু যখন এই দেশেরই একজন নেত্রী এভাবে যুদ্বাঅপরাধীদের পক্ষ নেয় তার বেলায় ?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭