গত পরশু ৭১ টিভির টক শো তে বিএনপির সরদার শাখাওয়াত হোসেন বকুল প্রসঙ্গক্রমে উল্লেখ করেন যে ৭৪ সালে পাকিস্তানে শাহ আজিজ বঙ্গবন্ধুর সাথে ও আই সি সম্মেলনে গিয়েছিলেন । ৭১ টিভি কতৃপক্ষ তাৎক্ষনিক ভাবে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব এবং ঐ সম্মেলনে বঙ্ঘবন্ধুর সফরসঙ্গী তোফায়েল আহমেদের সাথে টেলিফোনে যোগাযোগ করে । তোফায়েল আহমেদ সরদার সাখাওয়াত হোসেন বকুল কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন যে সে এটা প্রমান করতে পারলে তোফায়েল আহমেদ রাজনীতি ছেড়ে দিবেন ।
আজ পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সরদার শাখাওয়াত হোসেন বকুল প্রথমেই তার প্রমাণাদি উপস্থাপন করেন । প্রমানাদির সুত্র হিসাবে উইকিপিডিয়া এবং বিভিন্ন ব্লগ তন্মধ্যে অমি রহমান পিয়ালের ব্লগের কথাও উল্লেখ করেন । সঞ্চালক ৭৪ সালের ২৪ শে ফেব্রুয়ারীর দৈনিক ইত্তেফাক থেকে বঙ্ঘবন্ধুর ১২ জন সফর সঙ্গীর তালিকা পড়ে শুনান । তোফায়েল আহমেদ তার স্মৃতি এবং তৎকালীন দৈনিক বাংলা ,দৈনিক বাংলার বাণী , দৈনিক সংবাদের কথা উল্লেখ করে সে তার বক্তব্য উপস্থাপন করেন । বঙ্গবন্ধুর তৎকালীন প্রেসসচিব তোয়াব খান টেলিফোনে সংযুক্ত হয়ে শাহ আজিজের সফর সঙ্গী হবার কথা নাকচ করে দেন । আর অমি রহমান পিয়ালের বক্তব্য কারগরি ত্রুটির কারণে বুঝা যায়নি । স্টুডিওতে উপস্থিত বিডি নিউজের ইমরোজ সাহেব তথ্য সূত্র হিসাবে সরদার শাখাওয়াত হোসেন বকুল কতৃক সূত্র হিসাবে উইকিডিয়াকে নির্ভর যোগ্য নয় বলে মতামত দেন । সরদার শাখাওয়াত হোসেন বকুল একটি ছবি দেখিয়ে বলেন যে বঙ্ঘবন্ধুর পাশে স্যুট পরিহিত ব্যক্তিটি শাহ আজিজ । ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ( দুঃখিত নাম স্মরণ করতে পারছি না ) ছবির উল্লেখিত ব্যক্তি শাহ আজিজ নয় বলে মতামত ব্যক্ত করেন ।
আসুন আমরা সঠিক ইতিহাসের চর্চা করি । কোন দলীয় দৃষ্টিকোন থেকে নয় নির্মোহ ভাবে ব্লগেও আমরা সত্য উদঘাটনের চেষ্টা করি ; শাহ আজিজ বঙ্ঘবন্ধুর সাথে ও আই সি সম্মেলনে গিয়েছিলেন কি না ?