আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সম্পর্কে আমাদের অনেকের যা ধারনা টিভি, মিডিয়া,হিন্দি ফিল্ম, নাটক ইত্যাদির মাধ্যমে, আসলে তার বাস্তবতা পুরোটাই উল্টো। ইন্ডিয়ার বাস্তবতা নিয়ে আজকের বিষয় : আত্মহত্যা
WHO (World Health Organization) অনুসারে পৃথিবীতে প্রতি ৪০ সেকেন্ডে ১টি করে আত্মহত্যা সংঘটিত হয়। পৃথিবীর মোট আত্মহত্যার ২০% ভারতে হয়ে থাকে। ভারতে প্রতি ১ ঘণ্টায় ১৫ টি আত্মহত্যা সংঘটিত হয় যার মধ্যে ৬৯.২% বিবাহিত ও ৩০.৮% অবিবাহিত দ্বারা হয়ে থাকে। আত্মহত্যাকারীর মধ্যে ৪১% হল কর্মজীবী।
২০১০ সালে ভারতে মোট ১,৩৪,৫৯৯ টা আত্মহত্যা হয়েছে। অর্থের সংকট ও ঋণের বোঝার কারনে পুরুষেরা আর মানসিক ও শারীরিক চাপ এবং যৌতুক দাবীর কারনে মেয়েরা আত্মহত্যা করে থাকে।
ভারতে ১৫-৩৫ বছরের লোকের মৃত্যুর তিনটি কারনের মধ্যে আত্মহত্যা হল অন্যতম। একটি আত্মহত্যা কারনে ৬ জন মানুষ সর্বহারা হয়ে পরে অর্থাৎ ভারতে প্রত্যেক বছর আত্মহত্যার কারনে ৭ লক্ষ মানুষের ক্ষতি হয়। আত্মহত্যার হার সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে ১৫-২৫ বছরের যুবকদের উপর।
কৃষক আত্মহত্যাঃ ভারতে প্রতি ৩০ মিনিটে একজন কৃষক আত্মহত্যা করে। ভারতে ঋণের বোঝা নিয়ে দশ বছরে ১ লাখ ৮৩ হাজার কৃষকের আত্মহত্যা করেছেন। সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেন ভারতের মহারাষ্ট্রে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মহারাষ্ট্রেই ভারতের বৃহত্তম মুম্বাই স্টক এক্সচেঞ্জ অবস্থিত। এখানে ভারতের শীর্ষ ৫১ জন ধনীর ২১ জনের বসবাস।
ছাত্র আত্মহত্যাঃ প্রত্যেক দিনের ১২৫ টা আত্মহত্যার মধ্যে ৫১% আত্মহত্যাকারী হল গ্রাজুয়েট অথবা কলেজ পড়ুয়া ছাত্র। ২০০৬ সালে ৫,৮৫৭ ছাত্র অর্থাৎ প্রতি দিনে ১৬ জন ছাত্র আত্মহত্যা করেছিল পরীক্ষার চাপের কারনে যা শুধু অফিশিয়াল রেট যদিও সত্যি কারের রিপোর্ট এরচেয়েও ভয়াবহ(TOI, March 2008, Report)। বর্তমানে প্রতি দিন ১৯ জন ছাত্র আত্মহত্যা করে।
কেরেলা, কারনাটাক, তামিল নারু, মহারাষ্ট্র ও আন্ধার প্রদেশে সবচেয়ে বেশি আত্মহত্যা সংঘটিত হয়ে থাকে। মহারাষ্ট্রে ২০১০ সালে ১৫,৯১৬টা
আত্মহত্যা হয়েছিল।
সূত্রঃ (NCRB) Crime in India - 2010
India Today
NDTV
ইন্ডিয়ার বাস্তবতা নিয়ে আমার পূর্বের পোস্ট গুলো-
ইন্দিয়ার বাস্তবতা(The reality of India): দরিদ্রতা
ধর্ষণ - ইন্ডিয়ার বাস্তবতা (The Reality of India)
ইন্দিয়ার বাস্তবতা(The reality of India): The Current Account Balance(ইন্দিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের)
ইন্ডিয়ার বাস্তবতা(The reality of India): শিক্ষা ব্যবস্থা