আমি চাই কাউকে ঘৃণা করতে,
প্রচণ্ড রকমের ঘৃণা,,,
আগ্নেয়গিরির গলিত লাভার মতো
তরল ঘৃণা উগরে দিতে চাই কথায় কথায়,,,
কিন্তু, হায়,
নিয়তি বড়ই নিঠুর,
ইচ্ছে করলেই কাউকে ঘৃণা করা যায়না,
এমনকি চাইলেই কাউকে ভালবাসাও যায়না।
আমিও ঘুরে দাড়াবো একদিন,
ভালবাসাহীন এ পৃথিবীর
সকল টিটকারির জবাবে
ছুড়ে দেবো একদলা ঘৃণা।
আজ যেখান থেকে ভালবাসা উৎসারিত হয়, সেখানে বপিত হবে
ঘৃণার বীজ, প্রবাহিত হবে ফেনিল ঘৃণা,
সেদিন হয়তো আমিও সুখী হবোনা,
যেমন নয় আজও,,,
ঘৃণার পরশে শান্তির বাতাস
হয়তোবা বইবে এ হৃদয়ে।
তুমি! সুখেই আছো,
সেদিনও হয়তো তুমার পেয়ালা উপচে পড়বে সুখ,,,
আমিও তাই চাই
তবে ঘৃণা করে যেতে চাই
New Delhi
9 & 12 July, 2017