নিরূপমা!
তুমার জন্য আবার
জ্বেলেছি দীপ, খুলেছি দ্বার।
.
তুমি ছিলেনা:
মরিচীকার পিছে-ঘুরে ঘুরে মিছে
ক্লান্তি, বেদনা-যাতনার গ্লানি বয়ে
অবসাদে অবশেষে
ভিড়িয়েছি তরী দূয়ারে তুমার।
.
জানি, তুমি পূর্ণ স্বয়ম্বর।
.
আর আমি!
.
কুড়ি বছর পেরিয়েছে সেই কবে,
প্রতিদিনের উপশমহীন নরক যন্ত্রণা
ভূলিয়েছে মৃত্যুকে।
এ যে মৃত্যুর চেয়েও অধিক।
.
সূর্যোদয় বিতৃষ্ণা লাগে,
একগেয়ে সূর্যাস্থ-গোধূলী রং।
.
ভালবাসাহীন বসন্তে,
কোকিলের ডাক কর্কশ লাগে।
অদৃশ্য কোন এক বন্ধনে
কেন যেন বারেবারে হারিয়ে যাই
তুমার ভালবাসায়।
.
আমি যে ভালবাসি তুমায়।
(আগস্ট ১২, ২০১৪)
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫