আমি প্রকৃতই প্রচন্ড আত্ববিশ্বাসী মানুষ, জীবনে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। তবুও আত্ববিশ্বাস হারাইনি। যার দরুন নানা ঘাত-প্রতিঘাত, সফলতা-ব্যর্থতা, অতিক্রমণের পরই এ পর্যন্ত এসেছি।
.
চলার পথে অনেককেই পেয়েছি বন্ধু হিসাবে, সহযাত্রী হিসাবে, সহযোদ্ধা হিসাবে। অনেকেরই সঙ্গদানে প্রীত হই, সঙ্গ পেতে উদগ্রীব হই।
.
কারো দ্বারা অনুপ্রাণিত হই, ব্যর্থতা অতিক্রম করে উঠে দাঁড়াতে মানসিক শক্তি পাই। দুর্দিন, দূঃসময় গুলোকে পেছনে ফেলে সফলতার পথে চলতে সাহস পাই।
.
অনেকেই আমার এই প্রচণ্ড আত্ববিশ্বাসকে, এগিয়ে যাবার এই তাড়নাকে অহংকার ভাবেন। আমাকে ভুল অবস্থানে বিবেচনা করেন।
.
আমি অত্যন্ত বিনীত, বিনীত হয়েই থাকতে চাই। কিন্তু আত্ববিশ্বাসের সাথেই।
.
কেননা, প্রচণ্ড রকমের আত্ববিশ্বাসই আমাকে প্রতিদিনের পথচলাতে সাহস যোগায়, শক্তি যোগায়। প্রতিদিন নতুন নতুন সমস্যার সমাধানে আমি ক্লান্ত হইনা।
তারিখঃ মে ০৯, ২০১৬
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪