আজ আমি অনেক সুখী, অনেক সুখী একজন মানুষ।
.
চলার পথে হাজারো টানাপোড়ন আছে, অভাব অনটন আছে, প্রেম আছে, বিরহ আছে, হাসি-কান্না-আনন্দ আছে। স্বপ্ন আছে, স্বপ্নের সাথে এগিয়ে চলার থ্রিলিং আছে, স্বপ্ন ভঙ্গের হাহাকার আছে। যুদ্ধের ময়দানে নিঃসঙ্গ লড়ে যাবার মতো মনোবল আছে, সহযোদ্ধা-সহযাত্রী হিসাবে কারো কারো কাছে প্রত্যাশা আছে। নিজের প্রতি অবিচল আস্থা আছে, স্বপ্নের পিছু পিছু ছোটে চলার মতো ধৈর্য্য আছে।
.
আমার এইসকল মানবীয় বৈশিষ্ট্যের জন্য চলার পথে অনেকের সাথে হৃদ্যতার চেয়ে বৈরিতাই বেশী হয়েছে, তবুও শেষ বিকেলে সেই সব বন্ধুগণ, সহযাত্রীগন, সহযোদ্ধাগন, সহকর্মীগণ সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন। ইতিবাচক অগ্রযাত্রায় সহযোগীতা করেছেন।
.
কিছু আপন মানুষ আছে যাদের সঙ্গ-সংস্পর্শ স্বর্গীয় মনে হতো কিন্তু তারাই বেলাশেষে পিঠে ছুরি চালিয়েছে সন্তর্পণে। আবেগকে পদদলিত করে, বিশ্বাসকে ভুলুন্ঠিত করে, শ্রদ্ধাকে কলুষিত করে শুধুমাত্র অর্জনের আনন্দগুলোতে অংশীদার হয়েছে। বিপদের দিনে নিজেদের পথ দেখে নিয়েছে নির্দ্বিধায়। আবেগীয় অনুভূতিগুলোকে দু-পায়ে মেড়ে আমার ভালবাসা, বিশ্বাস, স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে অশ্লীল অপমান করেছে, প্রতিনিয়ত হাত ধরেছে নতুনের।
.
আজ সেইসব মানুষগুলো হারিয়ে যাওয়া সেই ধূসর মেঠোপথে যখন ফিরে তাকায়, জং ধরা স্বপ্নগুলো তাদের বুকে ধুকপুকানি পাড়ায়, ফিকে হয়ে যাওয়া অনুভূতিগুলো তাদের মনে যখন অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয়,,,,,,
হৃদয়ের রক্তক্ষরণে এই অতি নগণ্য-ফেলনা আমাকে স্মরণ করে তখন মনে হয় সকল হৃদিক ব্যাকুলতা, সকল ডেডিকেশান, সকল আশা, সকল ভালবাসা, সকল স্বপ্ন, সকল প্রচেষ্টা আমার সফল।
.
দিন শেষে আমি সুখী, দারুণ একটা সুখের অনুভূতি কাজ করে আমার মনে। আমি বর্তমানেই থাকতে চাই। আমি সুখেই আছি, সুখী থাকতে চাই।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭