somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাকটাস জাতীয় রসাল পাতা গাছ ও ফুলের জগত

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্যাকটাস জাতীয় রসাল পাতাগাছের ফুলেও রয়েছে একরাশ চোখ ঝলসানো রঙের উচ্ছ্বাস । কোন কোন ফুল যেন আকাশ থেকে এ ধরায় ছিটকে পড়া এক গুচ্ছ তারা । কোন কোন ফুলের মাঝখানে রয়েছে বড়সড় বৃত্ত কোনটা গম্বুজের মত কৌণিক আবার কোনটায় সুকুমার বৃত্তির উপর আলোক উজ্জল পাপরি । কোনটাতে রয়েছে সবুজ পাতার পটভুমিতে সুন্দর ফুল তথা তারকারাজির ঝিলিক। চিকন চিকন ঝিকিয়ে উঠা রঙ্গীন পাপড়ি । সামুর ভাই বোনদের সাথে শেয়ার মানসে ক্যাকটাস পুস্প রাশির কিছু ছবি ব্লগে নীচে দেখানো হল । ফুলের পাশে নাম ও বংশ পরিচয় লিখা আছে সংক্ষেপে ।

১) এভোনিয়া কুইনারিয়া
বৈজ্ঞানিক নাম : Avonia quinaria, এটা Portulacaceae পরিবার ভুক্ত
উত্পত্তিস্থল : দক্ষিন আফ্রিকা ও নামিবিয়া ।


২) হাটিওরা সালিকর্নাইডস- ডেনসিং বোনস
বৈজ্ঞানিক নাম : Hatiora salicornioides,এটা Cactaceae পরিবার ভুক্ত
উত্পত্তিস্থল : ব্রাজিল ।


৩) ইউফরবিয়া –বেসবল প্লান্ট
বৈজ্ঞানিক নাম : Euphorbia obese,এটা Euphorbiaceae পরিবার ভুক্ত
উত্পত্তিস্থল : দক্ষিন আফ্রিকা ।


৪) গ্রাটোপিটালাম বিলাম ( চিহুহু ফুল নামে সমধিক পরিচিত)
বৈজ্ঞানিক নাম: Graptopetalum bellum,এটা Crassulaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল: মেক্সিকো ।


৫) গ্রাসোলা পেনগোলীন
বৈজ্ঞানিক নাম Crassula ‘Pangolin Crassula ,এটা : Crassulaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : মার্কিন যুক্তরাস্ট ।


৬) ফ্রিতা পুলচা – ফেইরী এলিফ্যান্ট ফিট
বৈজ্ঞানিক নাম : Frithia pulchra ,এটা Aizoaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : দক্ষিন আফ্রিকা ।


৭) সেমপারভিভাম টেকটোরাম
বৈজ্ঞানিক নাম Sempervivum tectorum, এটা Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : ইউরোপের পশ্চিম , মধ্য ও দক্ষিনেঅআল্পস পর্বতমালা এলাকা ।


৮) ক্রাসুলা ক্যপিটেলা কেমপায়ার
বৈজ্ঞানিক নাম Crassula capitella ‘Campfire’, এটা Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : গার্ডেন অরিজিন ।


৯) হিউরিনা জেবরীনা
বৈজ্ঞানিক নাম: Huernia zebrina , এটা Apocynaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মোজাম্বিক, সোয়াজীল্যন্ড, জিম্বাবুই ও দক্ষিন আফ্রিকা ।


১০) ক্রাসুলা কেপিটেলা –রেড পাগোডা
বৈজ্ঞানিক নাম: Crassula capitella ,এটা Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : নামিবিয়া ও সাউথ আফ্রিকা ।


১১) কালাঞ্চো টমেনটোসা –পানডা বিয়ার প্লান্ট
বৈজ্ঞানিক নাম: Kalanchoe tomentosa ,এটা Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মাদাগাস্কার ।


১২) নপালিয়ো, জার্মান এমপ্রেস
বৈজ্ঞানিক নাম : Disocactus phyllanthoides,এটা Cactaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মেক্সিকো ।


১৩) ক্রাসুলা মরগান বিউটি
বৈজ্ঞানিক নাম : Crassula ‘Morgan’s Beauty’ এটা Crassulaceae পরিবারভুক্ত ।


১৪) ইপোমিয়া ব্লজিয়ানা
বৈজ্ঞানিক নাম : Ipomoea bolusiana,এটা Convolvulaceae পরিবারভুক্ত ।
মূল জম্মস্থান : মাদাগাস্কার ও সাউথ আফ্রিকা ।


১৫) এডেনিয়াম অবিসাম- ডেজার্ট রোজ , ইমপালা লিলি
বৈজ্ঞানিক নাম : denium obesum ,এটা Apocynaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : দক্ষিন সাহাড়া, সেনেগাল , সুদান ।


১৬) ইচাভিয়েরা এগাভাইডস ‘লিপস্টিক’
বৈজ্ঞানিক নাম : Echeveria agavoides ‘Lipstick’,এটা Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : বাগানজাত ।


১৭) এগাভা এটানটা – ফক্স টেইল
বৈজ্ঞানিক নাম : Agave attenuata ,এটা Asparagaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মধ্য মেক্সিকো প্লেচু এলাকা ।


১৮) এওনিয়াম এলোভারিয়াম
বৈজ্ঞানিক নাম : Aeonium arboretum, এটা Crassulaceae পরিবারভুক্ত ।


১৯) রিবোটিয়া হিলিউসা
বৈজ্ঞানিক নাম : Rebutia heliosa Rausch, এটা Rebutia heliosa Rausch পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : বলিভিয়া ।


২০) এওনিয়াম মারডি গ্রাস
বৈজ্ঞানিক নাম : Aeonium ‘Mardi Gras’,এটা Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : এটি Aeonium ‘Velour’ এবং একটি নাম না জানা হাই ব্রিড এর শঙ্কর , Renee O’ Connell এর সৃজনকারী ।


২১) সিডাম মাছভমেরিয়াম
বৈজ্ঞানিক নাম : Sedum nussbaumerianum ,এটা Crassulaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মেক্সিকো


২২) লফোফরা উলিয়ামসী ( ডেভিলস রুট হিসাবে পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Lophophora williamsii ,এটা Cactaceae পরিবারভুক্ত ।
উত্পত্তিস্থল : মার্কিন যুক্তরাষ্টের টেক্সাস ও মেক্সিকো ।


২৩) ফায়ার বেরেল কেকটাস
বৈজ্ঞানিক নাম : Ferocactus gracilis,এটা Cactaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : মেক্সিকো ।


২৪) টিটানপসিয়া কেলকেরিয়া( ভেড়ার চিহ্বা নামেও অভিহিত)
বৈজ্ঞানিক নাম : Titanopsis calcarea,এটা Aizoaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : সাউথ আফ্রিকা ।


২৫) অরবিয়া ডুমেরী
বৈজ্ঞানিক নাম : Orbea dummeri,এটা Apocynaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : কেনিয়া, তানজানিয়া, উগান্ডা এবং বুরুন্ডি ।


২৬) হলুদ কেরিয়ন ফ্লাওয়ার
বৈজ্ঞানিক নাম : Orbea lutea ,এটা Apocynaceae পরিবারভুক্ত
মূল জম্মস্থান : দক্ষিন জিম্বাবুই আফ্রিকা, বতসোয়ানা , এঙ্গোলা, মোজাম্বিক , ।


২৭) এচাভেরিয়া সেট অলিভার
বৈজ্ঞানিক নাম : Echeveria set-oliver,এটা Crassulaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : জানা যায়নি , তবে এটা একটি হাইড্রিড শঙ্কর ।


২৮) স্টেপালিয়া জায়গানটিয়া ( ষ্টার ফিস ফ্লাওয়ার নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Stapelia gigantean, এটা Apocynaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : দক্ষিন জিম্বাবুই আফ্রিকা, বতসোয়ানা , এঙ্গোলা, মোজাম্বিক


২৯) রেট টেইল কেকটাস
বৈজ্ঞানিক নাম : Disocactus flagelliformis,এটা Cactaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : মেক্সিকো ।


৩০) ফ্লেমিং কেটি ( ক্রিস্টমাস কালঞ্চ নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Kalanchoe blossfeldiana, এটা Crassulaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : মাদাগাস্কার ।


৩১) লয়ার্স টং ( উকিলের জিহ্বা বা ঘৃত কাঞ্চন নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Gasteria bicolour,এটা Xanthorrhoeaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : দক্ষিন আফ্রিকা ।


৩২)ডেভিলস ট্রামপেন্ট
বৈজ্ঞানিক নাম : Tavaresia barklyi ,এটা : Apocynaceae পরিবারভুক্ত
মূল জম্মস্থান : দক্ষীন জিম্বাবুই আফ্রিকা, বতসোয়ানা , এঙ্গোলা, মোজাম্বিক


৩৩) ফ্লেমিং কেটি ( ক্রিস্টমাস কালঞ্চ নামেও পরিচিত)
বৈজ্ঞানিক নাম : Kalanchoe blossfeldiana, এটা : Crassulaceae পরিবারভুক্ত
মূল জম্মস্থান : মাদাগাস্কার ।


বাংলাদেশে এটা পাথরকুচী নামে সমধিক পরিচিত এবং এটা বাংলাদেশে অনেকেই টবে লাগিয়ে থাকেন ।
৩৪) এলো ভিয়েরা ( মিরাকল প্লান্ট হিসাবেও পরিচিত )
বৈজ্ঞানিক নাম : Aloe vera, এটা Xanthorrhoeaceae পরিবারভুক্ত
উত্পত্তিস্থল : আফ্রিকার মরুভুমি অঞ্চল ও মাদাগাস্কার ।


এলো ভিয়েরা সহজ উপায়ে বংশ বিস্তার করে , টবে লাগানো হলে এক বছরের মধ্যেই শিকর থেকে এর চারপাশে অনেক চারা গজায় ।

এটি একটি ঔষধি উদ্ভিদ এবং এর রয়েছে প্রায় ৪০ প্রকার পরিক্ষিত ঔষধি গুণ । এর নির্যাস হতে পুড়া ক্ষতের জলুনি নিরসম , সানবার্ন নিরসন , মাথায় নতুন চুল গজানো, খুশকী দুর করা , দাত বেথার উপসম দাতের মারী ক্ষয়রোধ , মুখের কাল দাগ দুর করা , মুখের চামড়ায় মশৃনতা বৃদ্ধি করা, চামড়া সতেজতা ধরে রেখে বয়স কম দেখানো, ডায়াবেটিক , কোলস্টরেল, বদহজম ও গেসট্রিক এর উপসম, স্টমাক আলসার ও মুত্রাশয়ের ইনফেকশন দুরীকরন প্রভৃতি ঔষধি কাজে এই গাছের নির্যাস ব্যবহার করা হয়ে থাকে । তাই এই গাছটি দেখতে যেমন সুন্দর তেমনি রয়েছে এর বহুমুখী গুণ । এর পরিচর্যাও খুব সহজ , একবার লাগালে সপ্তাহে একটি টবে এক গ্লাস পরিমাণ পানি দিলেই যথেস্ট । এর পাতা পানিকে ধরে রাখে দীর্ঘ দিন ।

ছবি ও তথ্য সুত্র : গুগল নেট
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩০
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ

লিখেছেন শাহ আজিজ, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪



বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন

তোমার বিহনে কাটে না দিন

লিখেছেন মায়াস্পর্শ, ০৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩



অবস্থানের সাথে মন আমার ব্যাস্তানুপাতিক,
বলে যাই যত দূরে ততো কাছের অপ্রতিষ্ঠিত সমীকরণ।
তোমাকে ছেড়ে থাকা এতটাই কঠিন,
যতটা সহজ তোমার প্রতিটি চুল গুনে গুনে
মোট সংখ্যা নির্ণয় করা।
তোমাকে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

ছবি কখনো কখনো কিছু ইঙ্গিত দেয়!

লিখেছেন ডার্ক ম্যান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭



গতকাল ভারতীয় সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধান এর ভার্চুয়ালি কথা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসায়াল এক্স পোস্টে এই ছবি পোস্ট করে জানিয়েছে।

ভারতীয় সেনাপ্রধানের পিছনে একটা ছবি ছিল ১৯৭১ সালের... ...বাকিটুকু পড়ুন

প্রথম আলু

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯



লতিফপুরের মতি পাগল
সকালবেলা উঠে
পৌঁছে গেল বাঁশবাগানে
বদনা নিয়ে ছুটে



ঘাঁড় গুঁজে সে আড় চোখেতে
নিচ্ছিল কাজ সেরে
পাশের বাড়ির লালু বলদ
হঠাৎ এলো তেড়ে




লাল বদনা দেখে লালুর
মেজাজ গেল চড়ে।
আসলো ছুটে যেমন পুলিশ
জঙ্গী দমন করে!





মতির... ...বাকিটুকু পড়ুন

×