শুধু বই পড়ে বা ছবি দেখে বনসাই তৈরি করা বেশ দুরূহ। এর জন্য প্রয়োজন ধৈর্য, নিষ্ঠা ও সহনশীলতার সহিত চর্চা। তবে অভিজ্ঞ উদ্যান বিশেষজ্ঞ কিংবা নিপুণ মালীর কাছ থেকে প্রাথমিক তালিম নিয়ে এ শিল্পের কলাকৌশল করায়ত্ত করা অবশ্যই সম্ভব।বনসাই সস্পর্কে বাংলায় লিখা বিস্তর প্রবন্ধ আছে । একটু খানি ইন্টার নেট ঘাটাঘাটি করলে এ বিষয়ে বাংলায় লিখা অনেক মুল্যবান প্রবন্ধ দেখতে পা ওয়া যাবে । জানা যাবে বনসাই কাকে বলে , জানা যাবে এর ইতিহাস , বনসাই তৈরীর কলা কানুন ও পরিচর্চা ব্যবস্থা । বাংলাদেশী কি কি গাছ দিয়ে বনসাই হয় , কোথায় পাওয়া যায় , কত তার দাম , কোথায় কখন বনসাই এর প্রদর্শনী হয়েছে ও এখন চলছে সব বিস্তারিত ভাবে জানা যেতে পারে অতি সহজে । নীচে কিছু মুল্যবান লিংক দেয়া হল উৎসাহী যে কেও দেখে নিতে পারেন ।
১)বনসাই - উইকিপিডিয়া
২) আমি-আমার-বাসায়-একটি-ভালো-বনসাই-তৈরি-করতে-চাই ৩) বনসাই পদ্ধতি
৪) আসুন নিজেই বানাই চমৎকার বনসাই ; বনসাই এর জন্য উপযুক্ত গাছ নির্বাচন
৫)সাড়ে-৬-লাখ-টাকার-বনসাই-জাত
৬) বনসাই হতে পারে আয়ের উৎস
৭ ) ঢাকা বিশবি বিদ্যালয়ের চারুকলা অনুষদের ২ নং জয়নুল গ্যলারীতে বনসাই প্রদর্শনী । প্রদর্শনীটি চলবে ২২ জুলা্ই ২০১৬ পর্যন্ত ।
এ লিখাটিতে তাই বেশী সময় ব্যয় না করে যে জায়গাটায় এখনো কিছুটা ফাঁক রয়েছে সেখানে চলে যাই । বিদ্যমান বাংলা লিখায় বনসাই এর ইতিহাস ও তা তৈরীর কলা কানুন ও পরিচর্চা বিষয়ে বিস্তর লিখালিখি পরিলক্ষিত হলেও বিখ্যাত বনসাই এর শ্রণী বিন্যাস , তাদের একটু পরিচিতি , ভাসমান ও একোয়া বনসাই প্রভৃতির কোন সুনিদৃষ্ট বিবরণ বা চিত্র বিদ্যমান বাংলা লিখায় তেমনটি দেখা যায়না । তাই সুন্দর সুন্দর দামী বনসাই এর কিছু চিত্র ও তথ্য সামুর ভাই বোনদের সাথে শেয়ার করে উপভোগ করার মানষে এই লিখাটি উপস্থাপন করা হয়েছে । ঘরে বসে শিল্প কর্ম করে গৃহের সৌন্দর্য বৃদ্ধি সহ আয় উপার্জন করার একটি মহতি প্রচেষ্টাকে উৎসাহিত করার বাসনাটিও এ সাথে কাজ করেছে । অনেকেই অবশ্য গাছকে বামন করার এ প্রক্রিয়াটিকে প্রকৃত বিরুদ্ধ বলে মনে করেন । তবে শত শত বছর ধরে চলে আসা এ শিল্পের হাত ধরে যে সমস্ত প্রজাতীর গাছকে বামনরূপে প্রতিপালন করে খর্বাকৃতি দেয়া হয়েছে তার কোন বিরূপ প্রতিক্রিয়া সে সমস্ত গাছের উপর পড়েছে বলে এখনো কারো নজরে আসেনি । যাহোক মুল প্রসঙ্গে ফিরে যাওয়া যাক । বিশ্ব বিখ্যাত বনসাইগুলিকে নিম্মের কয়েকটি বিশেষ শ্রণীতে ভাগ করা যায় । চিত্র সহ এদের শ্রণী বিভাজন দেখা যেতে পারে ।
১) এজেলিয়া বনসাই (Azalia Bonsai)
২) বোগানভিলিয়া বনসাই (Bougainvillea Bonsai by Eko Bonsai)
৩) চাইনীজ এলম বনসাই (Chinese Elm)
৪) ফিকাস কারিকা বনসাই ( Ficus carika bonsai)
৫) ফুকেনটি বনসাই ( Fukenty Bonsai )
৬) জেডি বনসাই (Jade)
৭) জাপানীজ মেপল (Japanese Maple)
৮) জুনিপার বনসাই Juniper Bonsai tree
৯) পাইন বনসাই (Pines)
১০) উইসটারিয়া বনসাই (Wisteria Bonsai)
১১) জেলকুভা বনসাই (Zelkova Japanese elm)
একোয়া বনসাই ( Acqua Bonsai )
একোয়া বনসাই একটি নতুন বনসাই শৈলী । এ শৈলীর আওতায় আন্তজলসংযোগ hydroponic প্রযুক্তি (খনিজ নিউট্রিয়েন্ট সলিউশন পদ্ধতি ব্যবহার করে , মাটি ছাড়াই জলে গাছপালা পরিচর্চা ও ক্রমবর্ধমান করা) ব্যবহার করে একোয়া বনসাই তৈরী করা হয় । নীচে একোয়া বনসাই এর কিছু ছবি দেয়া হয়েছে ।
১২) একোয়া বনসাই ১ (( Acqua Bonsai)
১৩) একোয়া গিঙ্ক বনসা্ই ২ ( সারমিশ্রনপানি প্রদান প্রক্রিয়ায় এর চর্চা ও বেড়ে উঠা )
১৪) একোয়া বনসাই ৩
১৫) জাপানীজ একোয়া বনসাই ( পাইনস ও ম্যাপল সহ)
১৬) চমৎকার গ্লাস পটের উপর একোয়া বনসাই
১৭) ভাসমান বনসাই
একটি জাপানী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার বনসাই টবের উপরে শুন্যে ভাসমান বনসাই আবিস্কার করেছে । এ প্রযুক্তির আওতায় চৌম্বকক্ষেত্রের সাহায্যে উদ্ভিদকে হাওয়ায় ভাসিয়ে রাখার প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে । ভাসমান অবস্থায় থাকার জন্য এর চৌম্বক ক্ষেত্রই মুল ভিত্তি হিসাবে কাজ করবে । চিনা মাটির টবে ব্যাবহৃত চুম্বক বনসাইটিকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে । টবের সাথে দুই সেন্টিমিটার দুরত্ব বজায় রেখে গাছটি ভেসে থাকবে এবং চক্রাকারে ঘুরবে । মানে বনসাই গাছ মাটিতে নয় লাগানো হচ্ছে বাতাসে! এর ফলে বনসাই এর মালিক চাইলেই এটিকে সহজে ভাসাতে বা ঘুরাতে পারবেন । তবে এর পরিচর্চা অত্যাবশ্যকীয় । পানি দিয়ে গাছ তাজা রাখতে হবে ।
বাংলাদেশী কিছু বনসাই
১৮ ) বটগাছের বনসাই
১৯) বনসাই প্রদর্শনীতে উপস্থাপিত একটি বনসাই ।
২০) নভেম্বর ২০০৭ এ ধানমন্ডিত অনুষ্ঠিত বনসাই প্রদর্শনীতে উপস্থাপিত একটি বসনাই
ঘরে বসে পরিবারের ছোট বড় সকলে মিলে এই তরু শিল্প সাধনা করে যদি গৃহের শ্রীবৃদ্ধি সহ অর্থ উপার্জনের একটি উপায় হিসাবে পরিগনিত করা যায তাহলে আর দেরী কেন আসুন না সকলে মিলে এ শিল্পের প্রসারের জন্য নীজ নীজ সাধ্যানুযায়ী প্রচেষ্টা গ্রহণ করি ।
ছবি সুত্র : গুগল ইন্টারনেট ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮