সময়ের সাথে বদলায় মনখানি
শুনতে কি পাও সে ধ্বনিখানি
হৃদয় মধ্যে উঠেছে স্পন্দন
রেখে গেলাম তারার ক্রন্দন।
গতিময় এই ধাবমান কালে
জড়িয়েছিল মোরে মিথ্যে জালে
আছরে ফেলিল অতিদ্রুত তালে
দু:সাহসিক ভ্রমনের শেষ কালে।
চলে গেলাম আজ বহুদুরে
ফিরবনা আর প্রভাত শিখরে
জীবনের পথখানি মেঘে উড়ায়
মধ্য গগনে খররোদে পুড়ায় ।
পারবে না ধরতে আমায়
হে অজানা বন্ধু চিরবিদায়
রাতের শেষে ক্লান্ত দেহে
বুলাবেনা হাত পরম স্নেহে।
এখন বহিবে সেখানে দীর্ঘশ্বাস
ঝড়া শিউলির শুন্য আকাশ
পাবেনা খুঁজে তোমার পিছে
রেখে দিও বিস্মৃতি- প্রদোষে ।
হয়ত ধরব স্বপ্ন মুর্তী
তার কাছে চাইব জ্যোতি
জানি স্বপ্ন সত্যি নয়
তবু সেই হোক মৃত্যুঞ্জয়।
মিথ্যে খোলসে মোরানো প্রেম
এখানেই আমি রেখে গেলেম
পরিবর্তনের চাবি তোমার হাতে
ইচ্ছে হলে খোল নীশিত রাতে ।
আমার স্মৃতি আমাকে নিয়ে
আছে কর্ম আমার বিশ্বময়ে
করব পুর্ণ লিখব কবিতাতে
থাকবনা আর কোন প্রতিক্ষাতে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ৭:০৪