আজ পর্যন্ত প্রায় ১ কোটি সিরিয় নীজ ভুমিসহ দুনিয়ার বিভিন্ন প্রান্তে রিফিউজী । অনেকেই নিয়তই জীবনের ঝুকি নিয়ে কাগজের নৌকা সদৃশ্য জলযানে উত্তাল সাগর পারি দিচ্ছেন আশ্রয়ের সন্ধানে । আহলানের মত অনেকেই মৃত্যুপথে পারি জমাচ্ছেন মাঝপথেই ।
আসুন আমরা সকলে যে যেভাবে পারি তাদের প্রতি সহৃদয়তার হস্ত প্রসারিত করি । আমাদের অনেক কিছুই করনীয় আছে । সাধ ও সাধ্যের মধ্যে থাকলেও জটিল রাজনৈতিক সমীকরনের কারণে প্রয়োজনীয় অনেক কিছুই করা সম্ভব হয়ে উঠেনা । তবে সবকিছুর উর্ধে উঠে আমরা অবলিলায় নিম্মের কিছু বিষয় পালন করতে পারি ।
প্রথমেই নিন্দা জানাতে পারি এই দু:স্কর্মের (রিফুজী সমস্যা) সংগঠকদের প্রতি ।
দ্বিতিয়ত: এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধানের জন্য জোরালু দাবী জানাতে পারি ।
তৃতীয়ত : সিরিয় শরনার্থীদেরকে পৃথিবীর অনেক দেশ আশ্রয় দিয়েছে । আশ্রয়দানকারী অনেককে স্বীকৃতি দিয়ে কাজকর্ম ও সামাজিক ভাবে চলা ফেরার সুযোগ দিয়েছে । আশ্রিত এ শরনার্থীরা ভোগছেন ভাষাগত সমস্যায় ।
আমাদের প্রায় ১ কোটি বংগসন্তান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন । তাদের মধ্যে অনেকেই যার যার সাধ্য অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে পারেন । এটাও তাদের প্রতি গোটা বাংলাদেশের সহানুভুতি প্রকাশ ও সাহায্যের একটি অংশ বিশেষ বলেই গন্য হবে বলে মনে করি ।