হিজল তমাল শালবন ঘিরা
অপরূপ সাজে জাফলং চুড়া
আকাবাকা নদী পথ বেয়ে
পৌঁছলাম জাফলং নীলিমায়।
যেতে যেতে নির্জন পথে
হল দেখা খাশিয়া জীবনগাথা
যতটুকু আছে মনের গহীনে
সেকথাই উচ্চারিলাম এখানে।
শাল তলে শুনি নৃত্য ধ্বনি ধিতাং ধিতাং
বাহারী সাজে খাশিয়া বালার ডুবন্ত বেলা
ফুলাসনে বসা নিলক তিথিতে দেখলাম
টুপুর পরা বধুয়ার ললিতে পরা বাং ।
মারী নদীর কুলে হাটু জলে
বধুবালার কাপড় ভিজে গেলে
দেখি ডুবানো আচল কি করে
কুড়ানো রংগীন নুরীতে ভরে ।
বারে বারে সুজন তারে করে মানা
জাফলং জলে আর নুরি কুড়াছনা
ছোট ডিংগীতে বসা পাথর শিকাড়ীর
মরন আঘাতে ভাংগবে সোনার চাদি।
পাহার ঘেরা নদীর কুলে
স্বচ্ছ জলের পরে ভাসা
সুন্দর পাথর নৌকায় তুলে
নাশে জাফলং এর অপুর্বতা।
হাতুরী আর পাথর মারাই কলে
চুর্ণ হয় শিকাড়ীর লোভা নলে
সমাধিতে প্রথিত জাফলং কান্না
দেয়না নাড়া মুগ্ধ ভক্ত কুলে।