।। ১ ।।
জানি 'তাকে' পেয়ে যাবো ঠিক
একদিন মাধবী বিকেলে
কখন বা আসে সেই প্রসার্য বিকেল
বসে থাকি দিনমান আমরা সকলে।
।। ২ ।।
সব পথ শেষ হয়ে এলে -
চলো, অন্ধকারে মরে মিশে যাই;
অন্ধকারের নিজের যা আলো
আমরা সে আলোর বিন্দু কুড়াই।
।। ৩ ।।
দুঃখ আঁকবো বলে
সাদা ক্যানভাস পেতেছিলাম রাতে,
হঠাত্ সকালে...
দেখি তোর রক্তস্রাব লেগে আছে তাতে।
।। ৪ ।।
স্পর্শের অতীত যে সন্ধায়, রাতে, মধ্যদুপুরে
ঝর্ণা নেমেছে একা ঘরে..
সে কি শুধুই তোর,
আমিও কি হইনি নিঃশেষ ?
(ক্রমশঃ...)
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩