অত্যান্ত দুঃখের সাথে লিখছি এই সামুতে। ডান-বাম, ফাকি-ভাদা, আস্তিক-নাস্তিক, আওয়ামীলীগ-বি.এন.পি, শ্লীল-অশ্লীল, বিজয়-অভ্র………
প্রভৃতি শত মতের হাজারো ব্লগারের মিলন মেলা
এই সামু। প্রথম শুধু পড়তেই আসতাম এখানে।সামুর উদার নীতীর……… (?) ফলে পাঠক হতে বিপত্তি না থাকলেও লিখতে গিয়েই যত গন্ডগোল। না পারতাম কারো ব্লগে কোন মন্তব্য করতে; না পারতাম নিজের মত-ভিন্ন মতের মাঝে সেতু বন্ধন গড়ে তুলতে।
মন্তব্য করতে গেলেই চোখে পড়ত, “আপনার মন্তব্য লিখতে log in করুন।“ ভাল কথা, লগইন করতে হলে আগে চাই রেজিষ্ট্রেশন; সেটিও ভাল কথা বলেই মানলাম। কিন্তু এরপরও যদি কাঙ্খিত সুবিধাটুকু পেতাম, তাতেও প্রশ্ন থাকতো না।
রেজিষ্ট্রেশন করলাম, লগইন করলাম; তখন আবার শুনতে হলো আমি নাকি পর্যবেক্ষণে আছি। অপেক্ষা করতে হবে সাত দিন। ভাল না লাগলেও, ভাবলাম এ আর এমন কি……………!! মোটে তো সাত দিনের ব্যাপার। কিন্তু মডারেটরদের কৃপায় সেই সাত দিন কি আর এত সহজেই ফুরোয়…………?? আমার সাত দিন ফুরোতে ফুরোতে মাসটাই পেরিয়ে গেল।
অবশেষে পর্যবেক্ষণের পালা পার করে সাধারণ হতে সময় লাগলো দেড় মাস। ভাবলাম মত বিনিময় করতে গিয়ে এসেই যখন পড়েছি, তখন না হয় লিখতেও চেষ্টা করি।
আজ সকালে টেকি হেল্প চেয়ে এক খানা পোষ্ট লিখে প্রথম পাতায় প্রকাশ করতে চাইলাম টেকি ভাইদের সাহায্যের জন্য। অথচ, সকাল গড়িয়ে এখন প্রায় বিকেল হতে চললো। কিন্তু আমার পোষ্টটি প্রথম পাতায় আসার কনো খবরই নেই……………………!!!
সম্মানিত মডারেটরগণের কেউ কি আছেন, যে আমায় বলতে পারেন আর কী কী যোগ্যতা অর্জন করতে পারলে প্রথম পাতায় লেখা প্রকাশ করতে পারব…………???
(অন্য ব্লগেও লিখছি, কিন্তু এ ধরনের সমস্যা হয়নি। সামুর পাঠক প্রিয়তাই কি এর একমাত্র কারন………?)