একটি বিশাল গুষ্টি দেশ থেকে বিতাড়িত , নাই তাদের শিক্ষা নাই তাদের দেশ প্রেম ,নাই অর্থ । কিছুই নাই তবে জনগণ আছে ,আমরা ও ১৯৭১ সালে পাশের দেশে সাময়িক আশ্রয় নিয়েছিলাম ,সেখানে গিয়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি ।
এখনকার রোহিংগারা অলস অল্প সময়ে ধনী হতে চায় , তাই তারা দেশ মুক্তি বাদ দিতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে , নিজেদের ভাগ বাটোয়ারার জন্য মহিবুল্লার মতন জনপ্রিয় নেতাকে হত্যা করেছে ,
তাদের কাছে অস্ত্র থাকলে এই দেশে ব্যবহার করে কিভাবে ?আচ্ছা তাদের অস্ত্র দরকার স্বাধীনতার জন্য তাহলে যাদের অভিজ্ঞতা আছে তাদের সাধারণদের সাথে থাকার প্রয়োজন কি ?তাদেরকে আলাদা সিমান্তের কাছে রাখলেই তো হয় ,সময় এসেছে ভাল মন্দ বুঝার আমরা অনেক সময় দিয়েছি প্রয়োজনে আরো দেবো তবু একটা টার্গেট রেখে এগিয়ে যেতে হবে তাদেরকে , এই দেশে এরা নিজেদের যে চারিত্রিক গুন দেখাচ্ছে তাতে কি আমাদের দেশের নীতিনির্ধারকদের টনক নড়েনি ? লক্ষ লক্ষ মানুষ এক সাথে হলে তাদেরকে প্রশিক্ষণ দিলে তারা নিজেদের ভিটায় যেতে পারবে ,
তাদের তো নেতা প্রয়োজন ,যেহেতু তারা ইয়াবার ব্যবসার সাথে জড়িত তাদের নেতা ঘরে ঘরে ,অস্ত্র আছে , প্রয়োজনে তারা এমেরিকা থেকে অস্ত্র আনবে সেই দেশের মানুষদের সাথে রোহিংগাদের সম্পর্ক আছে ,
আমরা রহিংগাদের সমস্যা থেকে যেকোন উপায়ে মুক্তি পেতে চাই ,
সঠিক পরিকল্পনাই পারে স্থায়ীভাবে সমাধানের রাস্তা বাহির করতে ,
আচ্ছা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান তো আপনাদের আসলে কি মনে হয় ?
¤ বাংলাদেশ সরকারের কি করা উচিত ?
¤ বাংলাদেশের জনগণের কি করা উচিত ?
¤রহিংগারা নিজেরা কি করা উচিত ?
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭