আমরা ভারতীয়দের গালি মারি। সুযোগ পেলে ভাদাদেরকে ও ছেড়ে কথা বলি না। তাদের কে গালিগালাজ করাটা বর্তমানে অনেকের কাছেই ফ্যাশন হয়ে গেছে। ভারতের বর্তমান কর্মকান্ড বিবেচনা করলে এতে দোষের কিছু নাই। বাংলাদেশের সার্বভৌমত্ত্ব বিনষ্ট হয় এইরকম অনেক কাজ ই ভারত করছে।এই সব কর্মকান্ডের প্রতিবাদ করা দরকার।
ভারতীয়দের দোষগুলো যেমন আমরা গালির মাধ্যমে প্রতিবাদ করি, তাদের অপছন্দদ করি তা ঠিক আছে। কিন্তু আমাদের প্রতিবাদ কি এতুটুই হওয়া উচিত? আমাদের এর চাইতে আর বেশি কিছু করার নাই?
হ্যা, আমাদের অনেক কিছুই করার আছে। যেই ভারতীয়দের নিয়ে কথা হচ্ছে তাদের কাছ থেকেও এই ব্যাপারে আমাদের কিছু শেখার আছে। আমি শুধুমাত্র বর্তমান একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব।
কিছুদিন আগে ভারত সরকার তাদের দেশের ইতালীয় রাষ্ট্রদুত কে ভারত ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কারন কি জানেন? কারন ইতালীর দুই মেরীন সেনা ভারতীয় নাগরিক কে হত্যা করেছিল। তাই ভারতীয় বাহিনী তাদের গ্রেপ্তার করে বিচারের মুখমুখী করেছে। বিষয়টিতে শেষ পযর্ন্ত ইতালীর দুতাবাস হস্তক্ষেপ করে। ইতালীর রাষ্ট্রদুত ভারতীয় আদালতে এই মর্মে প্রত্যয়ন দেন যে, অভিযুক্ত দুই মেরিন দেশে (ইতালী) যাবেন সাধারন নির্বাচনে ভোট দিতে। ভোট শেষে তারা আবার ভারতে ফিরে আসবে। এই মর্মে দুই মেরিন সেনাকে নিজ জিম্মায় মু্ক্ত করেছিলেন হতালীর রাষ্ট্রদুত।
কিন্তু অভিযুক্ত দুই মেরিন সেনা আর আসে নাই। এর ফলে ভারত সরকার ইতালীর রাষ্ট্রদুত কে কার্যত গৃহবন্ধি করে ফেলেছে। এমনকি ইতালী থেকে ভারত তার রাষ্ট্রদুতকেও ফিরিয়ে নিচ্ছে।
এটাই হল দেশ প্রেম। ইতালীর তুলনায় ভারত কোন দিক দিয়েই প্রভাবশালী দেশ নয়। প্রায় সব দিক থেকেই ইতালী যোজন যোজন এগিয়ে ভারতীয়দের থেকে। কিন্তু তবুও তারা ইতালীর সাথে ঝামেলায় যেতে একটুও কাপর্ন্য করে নি।
আর আমারা?? ভারতে অন্যায় অবিচার গুলো শুধু মাত্র গালীর মাধ্যমে ই প্রতিবাদ করি। কিন্তু কোন ফলাফল কি এসেছে?
দেশের বিরোধীদল বলে আওয়ামীলীগ বাংলাদেশকে ভারতের কাছে বেচে ফেলছে। কিন্তু এই বিক্রি হওয়া ঠেকাতে তারা কি ভাল কোন ব্যাবস্থা নিতে পেরেছে??
পক্ষান্তরে বর্তমান সরকার ও সিমানন্ত হত্যা রোধে কোন ব্যাবস্থা নিতে পারে নাই। তাদের সফলতা শুধু পতাকা বৈঠক করে নিতদের লাশ ফেরত নিয়ে আসা।
আমাদের কি কিছুই করার নাই??? আমরা যদি কয়েকজন ব্লগার মিলে গনজাগরন মঞ্চ করতে পারি তাহলে আমরা চাইলেও সীমন্ত হত্যা বন্ধে কিছু একটা করতে পারব। সরকার বা বিরোধীদল কিছুই করতে পারবে না। তারা গত ৪২ বছর আমাদের শুধু ই আশা দেখিয়েছে। কাজের কাজ কিছুই হয় নি। দেশ প্রেম এর বুলি উড়িয়ে তারা আমাদের যুগের পর ঠকিয়েছে। সত্যিকারের দেশ প্রেম এর চর্চা আমাদের দেশে স্বাধীনতার পরে কখনই হয় নি।