ক্লাস ফাইভ এর ঘটনা।
আমার ক্লাসে আমার সেকশনে আমার খালাতো ভাই পড়তো।
সমাজ ক্লাস।
স্যার ক্লাসে ঢোকামাত্র ই কথা নাই বার্তা নাই প্রশ্ন পৃথিবীর শতকরা কত ভাগ পাট বাংলাদেশে উৎপাদিত হয়? কেউ বলতেছে ৭০ ভাগ, দাঁড়ায়ে থাকো, আবার কেউ বলতেছে ৮০ ভাগ, বসো। এভাবে পুরা ক্লাসকে জিঞ্জাসা করা শেষ। আমি ৭০ ভাগ বলে দাঁড়িয়ে আছি। আমার ভাইজান দেখি ৮০ ভাগ বলে বসে আছে। স্যার বললো ক্যাপ্টেন যাও বেত নিয়ে আসো। ক্যাপ্টেন পাশের ক্লাসের স্যারের কাছ থেকে বেত নিয়ে আসলো।
এরপর যারা বসে ছিলো একে একে তাদের মাইর শুরু করলো।
আমার ভাইজান আবার ছিলো খুবই চিকনা ওরে মারতেছে দেখে সেদিন আর হাসি আটকায়ে রাখতে পারি নি।